পাঁচ জেলায় তাপপ্রবাহ আর ১৪ জেলায় কালবৈশাখী! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ কালবৈশাখী তাপপ্রবাহ পূর্বাভাস

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News
Advertisement

রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে সকালের পরিস্থিতি জানান দিচ্ছে, বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে সারাটা দিন। রাজ্যের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ১৪ জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও, পরের দুদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

পাঁচ জেলায় তাপপ্রবাহ আর ১৪ জেলায় কালবৈশাখী! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ মে মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

একইসঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় আগামী ৪৮ ঘন্টায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং এর পরের দুদিনে তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পাঁচ জেলায় তাপপ্রবাহ আর ১৪ জেলায় কালবৈশাখী! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৪৮ ঘন্টায় বেড়েছে প্রায় ৬ ডিগ্রির মতো। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৬ শতাংশ।

পাঁচ জেলায় তাপপ্রবাহ আর ১৪ জেলায় কালবৈশাখী! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৬)
বহরমপুর (২৬.২)
বাঁকুড়া (২৪.৪)
বর্ধমান (২৩)
কোচবিহার (২১.৪)
দার্জিলিং (১২)
কালিম্পং (১৬)
দিঘা (২৩.৫)
কলকাতা (২৬.৬)
দমদম (২৫.৬)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৩.৬)
মেদিনীপুর (২১.১)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (১৮.৫)
সুন্দরবন (২১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৩)
বহরমপুর (৩৮.৬)
বাঁকুড়া (৩৯.৩)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩৩)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২১.৪)
দিঘা (৩৫.১)
কলকাতা (৩৫.৪)
দমদম (৩৭.৫)
কৃষ্ণনগর ( ৩৭.৮)
মালদহ (৩৬.৫)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩৪.৬)
শ্রীনিকেতন (৩৮)
সুন্দরবন (৩৪)

English summary

Weather office says kalbaishakhi in fourteen dists and heatwave in five dists on 21 May in West Bengal

Story first published: Sunday, May 21, 2023, 8:14 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।