নিজাম প্যালেস থেকে মমতার বাড়িতে যান অভিষেক, দু’‌পক্ষের মধ্যে কী নিয়ে কথা?‌

Advertisement

ঘড়ির কাঁটায় রাত ৮টা বেজে ৩৮ মিনিট। সাড়ে ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে গিয়ে দেখা করেন মমতার সঙ্গে। তারপর বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। একের পর এক প্রশ্ন সেখানেও করা হয় অভিষেককে। যার উত্তর ঠাণ্ডা মাথায় তিনি দিয়েছেন বলে সূত্রের খবর। নিজাম প্যালেসের ঘটনাও তৃণমূল সুপ্রিমোকে জানান সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিকে অভিষেককে আবার কয়েকদিন বিশ্রাম নেওয়ার প্রস্তাব দেন দলনেত্রী। কিন্তু তিনি তাতে রাজি হননি। অভিষেক সরাসরি তৃণমূলনেত্রীকে জানান, মানুষের কাছে তাঁর দায়বদ্ধতা রয়েছে। তাই এখন নব জোয়ার কর্মসূচি থামানো সম্ভব নয়। পাশাপাশি এটা বিজেপির চাল যাতে এমন জনসংযোগ থমকে যায়। ওদের এভাবে সাফল্য পেতে দেওয়া যাবে না। তাই আবার নতুন উদ্যমে শুরু হবে জনসংযোগ যাত্রা। এই কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাতে সম্মতি দেন। অভিষেকের কথায়, ‘‌পরশু দিন থেকে দশ গুণ বেশি উৎসাহ নিয়ে জনসংযোগ যাত্রা করব। মা, বাবা, দলনেত্রী বারণ করেছেন, জ্বর, গলাব্যথা হয়েছে, হাত কেটে গিয়েছে, তবু ফিরিনি। সিবিআইয়ের জন্য ফিরতে হল।’‌

অন্যদিকে নিজাম প্যালেসে কী হল জানতে চান মমতা?‌ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন টানা সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্ব বিস্তারিত জানান নেত্রীকে। সূত্রের খবর, গোটা বিষয়টি মন দিয়ে শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক সিবিআইকে সঠিক উত্তর দিতে পেরেছেন কিনা সেটাও তাঁকে জানিয়ে দেন দলনেত্রী। এখানে অভিষেকের লড়াই এবং জবাবের প্রশংসাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিবিআইয়ের তোলা অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও নথি নেই বলেই অভিষেক জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। যে কটি প্রশ্ন অভিষেককে সিবিআই করেছিল সেগুলি বিজেপির শেখানো বলেও উল্লেখ করেন।

তারপর ঠিক কী ঘটল?‌ নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদমাধ্যমকে কিছু কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের প্রশ্ন, ‘কুন্তল চিঠি লিখেছিল বলে আমাকে ডেকেছে। সুদীপ্ত সেনের চিঠিতেও তো শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর নাম ছিল। তাঁদের বেলায় কি আলাদা নিয়ম? তাহলে সিবিআইকে কি নিরপেক্ষ বলা যায়? জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, অশ্বডিম্ব! যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন, তাঁদেরও সময় নষ্ট। আমারও সময় নষ্ট। বারবার ডাকার দরকার নেই। আমার বিরুদ্ধে কোনও তথ্য থাকলে জনসমক্ষে আনা হোক। ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’‌ এই ভুলভাল প্রশ্নের কথাও তিনি তৃণমূল সুপ্রিমোকে জানিয়েছেন। আর তারপরই অভিষেক সেখান থেকে ফিরে যান নিজের বাড়ি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।