‘পুষ্পা ২’-তে কি মৃত্যু হবে শ্রীবল্লীর? ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে দানা বেঁধেছে রহস্য৷ কিছুদিন আগেই মুক্তি পায় ‘পুষ্পা ২’-ছবির পোস্টার৷ একদম অন্য অবতারে ধরা দিয়েছেন ছবির নায়ক অল্লু অর্জুন৷ ইতিমধ্যেই নির্মাতারা জানিয়েছেন, শ্যুটিং চলছে বহু প্রতীক্ষিত এই ছবির৷ তবে কি ফাঁস হয়ে গেল গল্প?
‘পুষ্পা ২’-তে শ্রীবল্লি রূপে রশ্মিকা মন্দানাকেই দেখা যাবে। এ কথা আগেই নিশ্চিত করেছেন নির্মাতারা৷ তবে, ছবিতে তাঁর লুক নিয়ে বিশেষ কিছুই বলা হয়নি৷ সম্প্রতি, শ্যুটিং সেট থেকে একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে৷ ছবিতে দেখা যাচ্ছে, শেষ সজ্জায় শুয়ে আছেন মৃত এক মহিলা৷ ছবি দেখে অনেকেরই মনে হয়েছে ওই মহিলা আসলে নায়িকা রশ্মিকা৷ দৃশ্যটি ছবিটির কি না, তা স্পষ্ট নয়৷ তবে, ‘পুষ্পা’ ভক্তরা আশঙ্কা করছেন ছবিতে হয়ত মারা যাবেন শ্রীবল্লী ওরফে রশ্মিকা৷
#Pushpa2 ena ? 😂 pic.twitter.com/SNg7KuMoJL
— Junior Ustaaad (@ThaaRealOG) May 19, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pushpa, Rashmika Mandana