এ কেমন নেতা যার নামে কোনও রাজনৈতিক মামলা নেই, শুধু চুরির মামলা আছে: শুভেন্দু

Advertisement

সিবিআইয়ের জেরা সামলে বেরনোর পরদিন ফের একবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি প্রশ্ন করেন, এ কেমন রাজনৈতিক নেতা যার বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলাই নেই।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভাইপো ছাড়া ওর দ্বিতীয় কোনও পরিচয় আছে? কী অবদান ওর? কোন কলেজের গেটে ছাত্র রাজনীতি করেছে? কোন মাঠে ময়দানে লড়েছে? ২০১১ সালের আগে ভূমিকা কী? কটা সিপিএমের হাতে লাঠির বাড়ি খেয়েছে? একটা রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই। শুধু চুরির কেস আছে। শুধু কয়লা, বালি, গরু চুরির কেস নিয়োগ দুর্নীতির অভিযোগ আছে ওর বিরুদ্ধে’।

বলে রাখি, শনিবার রাতে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে শুভেন্দুবাবুকে আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘আমার নাম নেওয়ার সাহস নেই। শুধু বলে ভাইপো। একবার নাম নিয়ে দেখুক। ওকে নাকানি চোবানি খাওয়াব।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ২০১১ সালের আগে যারা তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন তাদের অপ্রাসঙ্গিক করে দলে অভিষেকের গুরুত্ব ক্রমশ বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবুর দাবি, তাঁরা ২০১১ সালের আগে সিপিএমের হাতে মার খেলেও তৃণমূল ক্ষমতায় আসার পর প্যারাসুটে করে নেমে ক্ষীর খাচ্ছেন অভিষেক। যা কোনও ভাবেই মেনে নেবেন না তিনি।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে শনিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।