Malaika Arora: মালাইকা রেস্তরাঁ থেকে বের হতেই পথ আটকালো নাছোড়বান্দা ২ তরুণী, ভাইরাল ভিডিয়ো দেখে কী বলছে নেটপাড়া!

Advertisement

ফিটনেসের কারণেই নিত্যদিন খবরের শিরোনামে থাকেন মালাইকা অরোরা। তবে এবার কিছুটা অন্যরকম কারণেই পেজ থ্রির পাতায় উঠে এলেন তিনি। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বের হতেই মালাইকাকে ঘিরে ধরেন কয়েকজন অল্পবয়সী মেয়ে। মালাইকাকে তারা কিছু দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। মালাইকা বিনয়ের সঙ্গে তাঁদের ফিরিয়ে দিলেও ওই মেয়েগুলি তাঁর পিছু ছাড়েনি। ইতিমধ্যেই পাপারাৎজির ক্যামেরায় উঠে আসা সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মালাইকা গাড়ির মধ্যে উঠে পড়লেও ওই দুই মেয়ে তাঁকে অনুসরণ করে, এবং সমানে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তাঁদের দেখে আরোও কিছুজন তাঁর দিকে এগিয়ে আসেন। দেহরক্ষী তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সেখান থেকে কোনওভাবেই সরতে চায় না। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োর নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘এটা ঠিক নয়, কাউকে এভাবে হেনস্থা করা উচিত নয়’, কেউ লিখেছেন, ‘সব সময় দেখেছি, এই মেয়েগুলো সেলেবদের হেনস্থা করে। ওরা যদি কিছু বিক্রি করতে চায় তো করতে পারে, তবে সেলেবদের দেখেই ওরা এমনটা করে, বিশেষত ক্য়ামেরার সামনে।’ কারোর কথায়, ‘ওঁর তো পয়সার অভাব নেই, নাহয় কিছু গরিব ছেলেমেয়েকে অল্পবিস্তর সাহায্য করলে কী এমন ক্ষতি হত।’

আরও পড়ুন-বেমালুম স্ত্রীর বয়সই ভুলে গেলেন শাহরুখ! তারকা স্বামীকে ধমক গৌরীর, করলেন সংশোধন…

আরও পড়ুন-আদিল আমায় খুনের ছক কষছে, গুরুতর অভিযোগ আনলেন রাখি সাওয়ান্ত

প্রসঙ্গত কাজের ক্ষেত্রে সম্প্রতি মালাইকাকে গুরু রণধাওয়ার সঙ্গে তেরে কি খেয়াল নামে একটি মিউজিত ভিডিয়োতে দেখা গিয়েছে। ব্য়ক্তিগত জীবনে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের দৌলতে নিত্যদিনই খবরের শিরোনামে থাকছেন মালাইকা। সম্প্রতি তাঁরা বার্লিন, অস্ট্রিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।