সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত ‘দুর্গে’ নিজাম প্যালেস | অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন আজ

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ শনিবার সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী সকাল ১১ টার সময়ে তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। সেই মতো শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক।

কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হাজিরা দেওয়ার কথা রয়েছে। সেই মতো প্রস্তুতি সিবিআইয়ের তরফে। পাল্টা প্রস্তুতি কলকাতা পুলিশের তরফে। শুক্রবার রাত থেকেই একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস দফতর।

সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

জমায়েত আটকাতে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। এমনকি নিজাম প্যালেসের ভিতরে বিভিন্ন অংশ ব্যারিকেড দিয়ে একেবারে আটকে দেওয়া হয়েছে।

এছাড়াও নিজাম প্যালেসের বাইরে ব্যাপক ভাবে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি নিজাম প্যালেসের মধ্যেও কেন্দ্রীয় বাহিণীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হাজিরা ঘিরে একেবারে দুর্গে পরিণত নিজাম প্যালেস।

বলে রাখা প্রয়োজন, কুন্তল চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় বেঞ্চ বদলের জন্যে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সেই মতো বিচারপতি অমৃতা বেঞ্চের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। তাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার পক্ষেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু সেখানেও সুরাহা পাননি। আর এরপরেই শুক্রবার দুপুরে ডায়মন্ডহারবারের সাংসদকে নোটিশ পায় সিবিআই।

সিবিআই দফতরে কড়া নিরাপত্তা

আর তার ভিত্তিতেই আজ শনিবার সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি। নোটিশ প্রসঙ্গে শুক্রবারই অভিষেক কার্যত তদন্তকারীকে চ্যালেঞ্জ ছোঁড়েন। বলেন, তিন চার বছর ধরে তদন্ত চলছে! দোষী হলে আমায় অ্যারেস্ট করুন। দিনের পর দিন চলা নোবেল চুরি, সারদার তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।

একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, সব চোরেরা চুরি করে বিজেপিতে যায়। আর বিজেপিতে গেলেই ওরা সাধু হয়ে যায় বলেও মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড। তাঁর কথায়, বিজেপি নেতাদের জন্য আইন আলাদা, আমার জন্য আলাদা! তবে এক বছর পর বিজেপি থাকবে না, সিবিআই-ইডি থাকবে, ভারতের সংবিধান থাকবে, গণতন্ত্রও থাকবে বলে শুক্রবার মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

English summary

Security tightened at Nizam Palace as Abhishek Banerjee to go to CBI office today

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।