বাংলা নিউজ > ঘরে বাইরে > Pfizer Antibiotics: দেশের বাজারে সাময়িকভাবে পাওয়া যাবে না এই ওষুধগুলি! কেন এমন পদক্ষেপ ফাইজারের?
Advertisement
Updated: 19 May 2023, 06:50 PM IST
Sritama Mitra
ফাইজার ভারতে অবস্থিত চিকিৎসকদের বিশেষ করে সতর্ক করে দিয়েছে এই ওষুধগুলি ব্যবহারে। এই জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ঘিরে সতর্ক করেছে সংস্থা।
1/5ম্যানহ্যাটেনের ফার্মাকিউটিক্যাল সংস্থা ফাইজার ঘোষণা করেছে, সাময়িকভাবে সংস্থা বেশ কয়েকটি ওষুধের বিক্রি ও বিতরণ বন্ধ করছে ভারতে। এই ওষুধগুলি হল, ম্যাগনেক্স, ম্যাগনেক্স ফোর্টে, ম্যাগনামাইসিন ইনজেকশন, জোসিন। প্রাণরক্ষাকারী এই ওষুধগুলি আপাতত ভারতের বাজারে সাসপেন্ড করার কথা জানিয়েছে সংস্থা। (প্রতীকী ছবি)2/5ফাইজার জানিয়েছে, ভারতে যে সংস্থা এই ওষুধগুলি তৈরি করত তারা ম্যানহ্যাটেন স্থিত ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে জানিয়েছে, তাদের ওষুধে কিছু বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। আর তার ফলেই এই ওষুধ আপাতত ভারতের বাজারে বিক্রি বন্ধ করছে ফাইজার। (প্রতীকী ছবি)3/5এক বিশিষ্ট চিকিৎসকের টুইট অনুযায়ী, ভারতে অবস্থিত অ্যাস্ট্রাল টেরিটেক প্রাইভেট লিমিটেড যারা এই ওষুধের প্রস্তুতকারক তারা ফাইজারকে ওই ওষুধ ঘিরে বিচ্যূতির কথা জানিয়েছে। তারাই এই ওষুধের বিতরণ ও বিক্রি সাময়িক বন্ধের কথা বলে আর্জি জানায়। আপাতত এই ঘটনা ঘিরে তদন্ত চলছে। খোঁজা হচ্ছে বিচ্যূতি কোথায় হয়েছে। (প্রতীকী ছবি)
4/5এদিকে, ফাইজার ভারতে অবস্থিত চিকিৎসকদের বিশেষ করে সতর্ক করে দিয়েছে এই ওষুধগুলি ব্যবহারে। এই জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ঘিরে সতর্ক করেছে সংস্থা। বিশেষত ইনটেনসিভ কেয়ার ইউনিট-এ যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে ব্যবহারে সতর্ক করে দিয়েছে সংস্থা। ফাইল ছবি: পিটিআই5/5একইভাবে সংস্থা ডিস্ট্রিবিউটার, হাসপাতালগুলিকেও সতর্ক করে দিয়েছে ওই অ্যান্টিবায়োটিক ঘিরে। জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নোটিস আসে, ততক্ষণ এই ওষুধ যেন ব্যবহার একদমই না করা হয়। ফাইল ছবি : মিন্ট