ধরমশালার ছবির মতো সাজানো স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৬৬তম লিগ ম্যাচে সম্মুখসমরে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। উভয় দলের সংগ্রহেই রয়েছে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট করে। সুতরাং, যে দলই জিতুক না কেন, সরাসরি প্লে-অফের টিকিট পকেটে পোরা সম্ভব নয়। যে দল জিতবে, তাদের তাকিয়ে থাকতে হবে মুম্বই ও আরসিবির শেষ ম্যাচে হারের দিকে। একমাত্র সেক্ষেত্রেই নেট রান-রেটের নিরিখে শেষ চারের টিকিট হাতে আসতে পারে তাদের। তবে যারা হারবে, চলতি আইপিএলে তাদের অভিযান শেষ হবে এদিনই। এখন দেখার যে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারে কোন দল।
প্রথম ওভারেই আউট প্রভসিমরন
প্রভসিমরনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন প্রভসিমরন। দ্বিতীয় বলে বোল্টের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২ বলে ২ রান করেন প্রভসিমরন। পঞ্জাব ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অথর্ব টাইডে। ওভারের শেষ বলে অথর্বর ফিরতি ক্যাচ ছাড়েন বোল্ট। প্রথম ওভারে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২ রান।
রাজস্থানের প্রথম একাদশ
যশস্বী জসওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।