Madhyamik Result 2023: প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন | মাধ্যমিক পরীক্ষার ফল ২০২৩ প্রকাশিত করল মধ্যশিক্ষা পর্ষদ

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

Madhyamik Result 2023: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এই বছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় চার মার্চ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথাতে ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে তিনি জানিয়েছেন, চলতি বছর মাধ্যমিকে মাধ্যমিকে পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন পরীক্ষার্থী। তবে এবার মাধ্যমিকে বসেছিলেন ৬,৮২,৩৮১ জন। ৪৪ হাজার শিক্ষক এবার খাতা দেখেছেন।

 প্রকাশিত মাধ্যমিকের ফল,

গতবারের তুলনায় এবার মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। শুধু তাই নয়, চলতি বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ, প্রত্যেক বছরের তুলনায় এবারও কলকাতার থেকে ভালো ফল করেছে জেলা। পাশের হারে প্রথমেই রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৮ শতাংশ বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। থার্ড পজিশনে রয়েছে কলকাতা। পশিম মেদিনীপুর চতুর্থ স্থানে রয়েছেন বলে জানা গিয়েছে। মেধা তালিকায় ১৬ টি জেলা থেকে ১১৮ জন রয়েছেন। তবে প্রথম দশে কলকাতার থেকে কেউ নেই।

তবে মালদহ থেকে মেধা তালিকায় রয়েছেন ২১ জন, পূর্ব বর্ধমান থেকে ১৭ জন, বাঁকুড়া থেকে এবার মেধা তালিকায় ১৪, দক্ষিন ২৪ পরগনা থেকে ১৩ জন, ১১ জন পূর্ব মেদিনীপুর থেকে মেধা তালিকায় রয়েছেন।

প্রকাশিত হল মাধ্যমিকের ফল

৯ জন উত্তর ২৪ পরগনা, ৯ জন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, হাওড়া থেকে যথাক্রমে ৬,৫ এবং চার জনকে মেধা তালিকায় রয়েছেন। এছাড়াও কোচবিহার থেকে তিনজন। বীরভূম থেকে দুজন মেধা তালিকায় রয়েছেন।

মাধ্যমিকে পাশের হারে একেবারে জয়জয়কার জেলার। এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুল থেকে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ বলে জানা গিয়েছে। অন্যদিকে দ্বিতীয় হয়েছেন দুজন। শুভপ পাল। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে পড়াশুনা করেছেন।

একই সঙ্গে দ্বিতীয়স্থানে রয়েছেন রিফত হাসান সরকারও রয়েছেন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে তিনি পড়াশুনা করতেন। তাঁর প্রাপ্ত নম্বর ৭০০ নম্বরের মধ্যে ৬৯১ পেয়েছেন। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন অর্ক মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল থেকে পড়াশুনা করেছেন।

৬৯০ প্রাপ্ত নম্বরেের মধ্যে ৯৮.৫৭ শতাংশ পেয়েছেন এছাড়াও তালিকাও আরও বেশ কয়েকজন রয়েছেন।

কীভাবে দেখবেন ফল-

দুপুর ১২ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা জানতে পারবেন ফলাফল। wbbse.wb.gov.in, wbresults.nic.in. এই ওয়েবসাইটগুলিকে ক্লিক করলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-র রেজাল্ট লেখা অপসনে ক্লিক করতে হবে। তারপরে রোলনম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই দেখাবে রেজাল্ট।

English summary

Madhyamik result out, 5,65,428 passed this year

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।