প্রয়াত অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপরাশক্তি খুরানার বাবা। চলে গেলেন উত্তর ভারতের অন্যতম খ্যাতনাম জ্যোতিষী পি খুরানা। শুক্রবার সকালে ১০.৩০ নাগাদ মৃত্যু হয় আয়ুষ্মানের বাবা। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় জর্জরিত ছিলেন অভিনেতার বাবা।
অপরাশক্তির মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খুরানা পরিবারের তরফে সেই বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান এবং অপারশক্তির বাবা, জ্যোতিষী পি খুরানা আজ সকাল ১০.৩০টায় মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘসময় ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত এই ক্ষতির দিনে আপনাদের প্রার্থনা একান্ত কাম্য, পাশে থাকবেন এবং প্রার্থনা করবেন’।
চণ্ডীগড়ের বাসিন্দা পণ্ডিত পি খুরানা। জ্যোতিষ শাস্ত্রে তাঁর জ্ঞান বরাবরই সমাদৃত হয়েছে। এই বিষয় নিয়ে একাধিক বই লিখেছেন তিনি। জানা গিয়েছে দু-দিন আগে হৃদরোগে আক্রান্ত হন আয়ুষ্মানের বাবা। এরপর থেকে ফর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে, তবে শেষরক্ষা হল না। দৈনিক জাগরণ সূত্রে খবর, এদিন বিকাল ৫.৩০টা নাগাদ মানিমাজরা শ্মশানে প্রয়াত পি খুরানার শেষকৃত্য সম্পন্ন হবে।
বাবার পেশার প্রতি দুই ছেলেরই ঝোঁক ছিল না ছোট থেকে। জ্যোতিষে বিশ্বাসও করেন না আয়ুষ্মান, কিন্তু বাবাই তাঁর জীবনের আদর্শ। ২০২০ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী নই, কিন্তু আমার বাবাই আমার লাইফ কোচ, আমার মেন্টর। উনি সবসময় বলেন জনগণের নাড়ির স্পন্দন বুঝতে হবে, তবেই জীবনে সাফল্য আসবে। আমি সেটাই মেনে চলার চেষ্টা করেছি’।
আইন নিয়ে পড়াশোনা করেছিলেন পি খুরানা। কিন্তু আদালত তাঁকে টানেনি। জ্যোতিষচর্চাই ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। গান-বাজনা, অভিনয়ের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন তিনি। জ্যোতিষে বিশ্বাস না করলেও বাবার কথাতেই নিজের নামের বানানে বদল আনেন আয়ুষ্মান (Ayushmann Khurrana)। তাঁর নামে N এবং R অক্ষরটি দু’বার থাকার কারণও বাবা, স্পষ্ট জানিয়েছিলেন অভিনেতা।
বাবার দেখানো পথেই হেঁটেছেন আয়ুষ্মান-অপরাশক্তি। ভিকি ডোনার অভিনেতা বহু আগেই বলিউডে নিজের খুঁটি শক্ত করেছেন। হিরো-র বন্ধু থেকে ধীরে ধীরে লাইমলাইটে উঠে এসেছেন অপরাশক্তিও। আমাজন প্রাইমের ‘জুবিলি’ সিরিজে তাঁর অভিনয় নজরকাড়া।