তৃণমূলের নবজোয়ারে ভয় পেয়ে বিজেপি চাইছে তা যেনতেন প্রকারে বন্ধ করতে। কিন্তু তৃণমূলের নবজোয়ার বন্ধ হবে না। বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল উপস্থিত হয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোারপাধ্যায়।
বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কীভাবে নবজোয়ার কর্মসূচিতে বন্ধ করা যায়, বিজেপি সেই চেষ্টা করছে। বিজেপি মনে করেছে, অভিষেকের পিছনে সিবিআই লেলিয়ে দিলেই তৃণমূলের নবজোয়ার বন্ধ হয়ে যাবে। কিন্তু না, তৃণমূলের নবজোয়ার বন্ধ হবে না।
মমতা বলেন, প্রয়োজনে আমি নবজোয়ার যাত্রায় অংশ নেব। জেলায় জেলায় আমি নিজে গিয়ে নবজোয়ার যাত্রা করব। সাফ জানিয়ে রাখলেন তিনি। তাঁর কথায়, তৃণমূলে নবজোয়ার এসেছে। আমাদের লড়াউ চলবে। যতদিন না বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজনৈতিকভাবে বিজেপিকে বাংলা থেকে দূর করব। দূর করব দেশ থেকে যতদিন না বিজেপিকে ক্ষমতা থেকে সরাচ্ছি, আমাদের লড়াই চলবে। তৃণমূল এই লক্ষ্যেই নবজোয়ার কর্মসূচিতে নেমেছে। নবজোয়ারে অভিষেককে আটকালে তিনি নিজে নামবেন নবজোয়ার যাত্রায়।