অ্যাপে দেখাচ্ছে গাড়ি ২৪ কিলোমিটার দূরে, আর ‘ওয়েটিং টাইম’ ৭২ মিনিট! পোস্টে উঠে আসা কাণ্ড ঘিরে খিল্লি নেটপাড়ায়

Advertisement

বেঙ্গালুরুর ট্রাফিক কী জিনিস, তার যন্ত্রণা সেখানের বাসিন্দা ছাড়া বাইরের কারোর পক্ষে সহজে বোঝা কষ্টকর! আর বেঙ্গালুরুর ট্রাফিক নিয়ে বহু ধরনের খবর বিভিন্ন সময়ে উঠে আসে। সেই নিয়ে হাসি মশকরার অভাবও হয়না। ফেসবুক কিম্বা টুইটার জুড়ে আসে নানান মিম। ব্যস্ত সময়ে কীভাবে সেখানের বাসিন্দারা বিপাকে পড়ে যান ট্রাফিক ঘিরে তার নানান ঘটনা সামনে আসে। এবার তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এল।

বেঙ্গালুরুর এক বাসিন্দা সদ্য শেয়ার করেছেন একটি পোস্ট। সেখানে তিনি তুলে ধরেছেন একটি স্ক্রিনশট। যে স্ক্রিনশটে দেখা যাচ্ছে, উবর অ্যাপে তিনি অটো বুক করেন। গাড়ির চালক তাঁর রিকোয়েস্ট গ্রহণ করেন। তবে যেটা খবর, সেটা হল, কতক্ষণ সময় সেই গাড়ির জন্য ‘ওয়েটিং টাইম’ ওই অ্যাপে দেখাচ্ছিল, তা নিয়ে। সেই ‘ওয়েটিং টাইম’ই পোস্টকে ভাইরাল করেছে! অ্যাপের স্ক্রিনশটে দেখা যাচ্ছিল, অটো দূরে রয়েছে ২৪ কিলোমিটার দূরে, আর তার জন্য অপেক্ষার সময় ৭২ মিনিট। মানে এক ঘণ্টারও বেশি। অনেকেই মজার ছলে লেখেন, ‘অনেক সম্মান ওই চালককে।’ অনেকে আবার মজার ছলে লেখেন, ‘এই টুইট স্ক্রিনশট সমস্ত সংস্থার এইচআরকে পাঠিয়ে দেওয়া হোক।’

( Viral Video: আয়েসে চা পানের সময় বুক পকেটে হঠাৎ মোবাইল বিস্ফোরণ! কোথায় ঘটল?)

বহু জনই বলছেন, এমন ঘটনার কথা বেঙ্গালুরুর বিভিন্ন এমএনসির ভেবে দেখা উচিত। সংস্থার কর্মীদের রোজ ট্রাফিকে কীরকম অবস্থায় যাতায়াত করতে হয়, কীরকম অবস্থায় শহুরে বেঙ্গালুরুতে থাকতে হয়, তা নিয়ে রয়েছে বহু অভিযোগ বেঙ্গালুরুবাসী নেটিজেনদের। এর আগে, আরও একটি পোস্ট বেঙ্গালুরুর জীবনযাপন নিয়ে ভাইরাল হয়েছিল। সেখানে এক ব্যতক্তি দাবি করেছিলেন, বাড়ি ভাড়া নিতে গিয়ে তাঁর অস্বস্তিকর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, বাড়ির মালিক তাঁকে বলেন, যদি আইআইটি বা আইআইএমের ছাত্র হন, তাহলেই সেই বাড়িতে পাবেন ঠাঁই। এই ঘটনার পর সেই পোস্টও হয়ে যায় ভাইরাল। এরপর ভাইরাল হয়েছে এই ওয়েটিং টাইমের পোস্ট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।