WMO Alert: সাবধান! আগামী পাঁচবছর আরও গরম পড়বে, সতর্ক করল UN, জুলাইতে যা হবে জানলে শিউরে উঠবেন

Advertisement

বিষ্ণ উষ্ণায়ন নিয়ে অত্যন্ত উদ্বেগের বার্তা দিল রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই আট বছর উষ্ণতম বছর হিসাবে গণ্য করা হচ্ছিল। কিন্তু এবার বলা হচ্ছে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে এবার তাপমাত্রা হু হু করে বাড়তে পারে। আগামী পাঁচ বছর পরিস্থিতি ভয়াবহ হবে।

বুধবার রাষ্ট্রসঙ্ঘের তরফে সতর্ক করে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত উষ্ণতম বছর হবে। গ্রিনহাউস এফেক্ট আর এলনিনোর জন্য এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

রাষ্ট্রসংঘের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে ২০১৫-২০২২ এই আট বছরকে বলা হয়েছিল রেকর্ড রাখা বছর গুলির মধ্য়ে উষ্ণতম। কিন্তু এরপর আরও পাঁচবছর উষ্ণতার পারদ চড়তে পারে।

WMO বলছে, ৯৮ শতাংশ সম্ভাবনা রয়েছে যে অন্তত পরবর্তী পাঁচ বছরের মধ্য়ে একটা বছর অথবা গোটা পাঁচ বছরের সময়কালটা উষ্ণতম বছর হিসাবে গণ্য করা হবে। এদিকে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কথাবার্তা হয়েছিল।

এদিকে WMO বলছে, ২০২৩-২০২৭ সালের মধ্য়ে যেকোনও একটি বছরে তাপমাত্রা অত্যাধিক বাড়তে পারে। আগামী মাসগুলোতে এলনিনোর প্রবণতা বাড়তে পারে। তবে তার মানে এটা নয় যে প্যারিস বেঞ্চমার্ককে টপকে গিয়ে স্থায়ীভাবে তাপমাত্রা বেড়ে যাবে এমনটা ঠিক নয়। সাময়িকভাবে এই পরিস্থিতি হতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধির জেরে স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা, জলসম্পদ রক্ষা করা ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। এজন্য আমাদের তৈরি থাকতে হবে।

এদিকে এলনিনো হল মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবার জুলাই মাসের শেষের দিকে এই এলনিনোর বৃদ্ধির সম্ভাবনা ৬০ শতাংশ আর সেপ্টেম্বরের শেষ দিকে এই সম্ভাবনা ৮০ শতাংশ। তবে লি নিনা অবশ্য বিপরীত প্রভাব ফেলছে। কিন্তু ২০১৫ সালের পর থেকেই দেখা যায় পৃথিবী যেন ফুটছে। ২০১৬ সালটা ছিল উষ্ণতম।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।