প্রাথমিক নিয়োগে প্রথম চার্জশিট সিবিআইয়ের! ১০ কোটির বেশি লেনদেনের উল্লেখ | প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজ আলিপুর আদালতে চার্জশিট দিল

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল সিবিআই। আজ বৃহস্পতিবার আলিপুর আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। ৩০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। যেখানে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম রয়েছে।

এছাড়াও নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘এজেন্ট’ নীলাদ্রি ঘোষ, তাপস মণ্ডলের নাম রয়েছে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম প্রাথমিক নিয়োগে চার্জশিট জমা দিল সিবিআই। এর আগে এই মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই চার্জশিট জমা দিয়েছে।

প্রাথমিক নিয়োগে প্রথম চার্জশিট সিবিআইয়ের!

সেখানেও কুন্তল ঘোষ এবং তাপস মন্ডলের নাম রয়েছে। সিবিআইয়ের তরফে জমা দেওয়া চার্জশিটেও এই দুজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ ৩০ পাতার চার্জশিটে কীভাবে দুর্নীতি হয়েছে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কুন্তল ঘোষ এবং তাপস কীভাবে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছে সে বিষয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

প্রায় ২০০ জনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে বলেও উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। শুধু তাই নয়, ১০ কোটির বেশি লেনদেন করেছেন কুন্তল, নীলাদ্রি, তাপস। এমনকি তাদের পাঠানো সুপারিশ থেকে দিনের পর দিন চাকরি হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও তদন্তে উঠে আসা একাধিক তথ্যও ওই চার্জশিটে তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এর আগে ইডির তরফে চার্জশিট জমা পড়েছে। আর সেখানে কুন্তলকে প্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা তুলে দিয়েছিলেন বলে যে দাবি তাপস মন্ডল করেছিলেন সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে। এছাড়াও ইডির চার্জশিটে সবমিলিয়ে ১৭ জনে সাক্ষী যে বয়ান দিয়েছে সেই তথ্যও তুলে ধরা হয়।

প্রায় ১০৪ পাতার চার্জশিট জমা দেওয়া হয় ইডির তরফে। সেখানে দাঁড়িয়ে এদিনে সিবিআইয়ের এহেন চার্জশিট খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, নিয়গ দুর্নীতির তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফগতার করা হয়েছে।

নিয়োগ কেলেংকারিতে চার্জশিট সিবিআইয়ের

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। মাসখানেক আগে এই তদন্তে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। এমনকি গ্রেফতার করা হয় তাপস মন্ডল এবং নিলাদ্রীকে। দুজনেই মিডলম্যান হিসাবে কাজ করত বলে সিবিআই সুত্রে খবর।

অন্যদিকে আজ হাইকোর্ট কুন্তল ঘোষকে মোটা অংকের জরিমানা করেছে। কার্যত জোড়া ধাক্কা বহিষ্কৃত তৃণমূল নেতার।

English summary

CBI files chargesheet against Kuntal Ghosh, mentioned 10 crore transaction

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।