Nadia Murshidabad
oi-Kousik Sinha

Egra Blast: এগরা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ বাংলায়। এবার খোদ পঞ্চায়েত সদস্যার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণের (murshidabad bomb blast) ঘটনা সামনে আসছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত দুজনেই শিশু বলে জানা গিয়েছে।
কিন্তু আহত দুই শিশুকে কোথায় ভর্তি করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই পরিবারে তরফে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা।

গিয়েছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। স্থানীয় সুত্রে খবর, রঘুনাথগঞ্জ ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা লেলি বিবির বাড়িতে এই বোমা বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতা অনেকটাই ছিল বলে জানা গিয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত সদস্যার তার বাড়ির ছাদের ওপরে বোমা মজুত করে রাখা ছিল। আর সেই বোমা কোনও কারণে হঠাৎই ফেটে যায়। আর সেই ঘটনায় আহত হয়েছেন দুইজন শিশু। কিন্তু কেন বাড়ির ছাদে এভাবে বোমা মজুত করে রাখা হয়েছিল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনার পরেই আতঙ্কে এলাকার মানুষ। বোমা বিস্ফোরণ যে ঘটেছে তা অনেকেই জানালেও ক্যামেরার সামনে তা বলতে নারাজ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত জায়গাতে বোমা মজুত করা হচ্ছে বলে দাবি বিরোধীদের। আর সেজন্যেই বারবার এই ঘটনা।
কোনও ভাবেই অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হবে না বলেও দাবি করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বলে রাখা প্রয়োজন, শান্তিপূর্ণ অবাধ পঞ্চায়েত ভোটের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এগরাতে একটি অবৈধ বাজি কারখানাতে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আর তাতে ৯ জনের মৃত্যু হয়। বিরোধীদের অভিযোগ, বাজি কারখানার আড়ালে পঞ্চায়েত ভোটের আগে বোমা তৈরি হচ্ছিল। আর তা তৈরি করার সময়ে এই ঘটনা ঘটেছে বলে দাবি বিরোধীদের। আর রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণ। তবে এবার পঞ্চায়েত সদস্যার বাড়ির ছাদে রাখা বোমা ফেটে আতংক।
- Egra blast: বাজি কারখানায় গোপন কুঠুরির হদিশ, আজ ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
- মেয়ে ছিলেন পঞ্চায়েত সদস্য, ভানু বাগের তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক এগরাবাসী
- Egra Blast: এনআইএতে আপত্তি নেই! এগরা-কাণ্ডে আপাতত সিআইডি তদন্তের নির্দেশ মমতার
- Egra Blast: বাজি কারখানার আড়ালে বোমা তৈরি, এগরার ঘটনার CID তদন্তের নির্দেশ, NIA দাবি শুভেন্দুর
- Egra Blast: এগরায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত ৯ জনের মৃত্যু
- অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ, নতুন আতঙ্ক পাঞ্জাবে
- তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল থানা, কমপক্ষে ১৩ জনের মৃত্যু, জখম ৫০
- রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা গার্ডেনরিচে! ২২ জন ভর্তি SSKM-এ
- ,শিনজো আবের পর আরও এক জাপানের প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, অল্পে রক্ষা
- Tamil Nadu: বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ, মৃত ৯, আহত অন্তত ২৭
- ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহেশতলার নুঙ্গি, মর্মান্তিক মৃত্যু তিনজনের
- লাফিয়ে বাড়ছে ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা করল জেলা প্রশাসনের
English summary
Blast at TMC Panchayat member’s house at Raghunathgunj murshidabad