এখনও ৩০ টাকা নেওয়া হচ্ছে! ভাড়া কমানোর আবেদন জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি মমতার | মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন ভাড়া কমানোর কথা বলে

Advertisement

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News
Advertisement

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের ভাড়া নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেই এই চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবগত করেছেন মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখছেন, করোনার সময়ে আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ভাড়াবৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখনও সেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রী সংগঠনের তরফে এমন অভিযোগ তাঁর কাছে এসেছে বলে উল্লেখ মমতার। আর তার ভিত্তিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে এহেন চিঠি।

ভাড়া কমানোর আবেদন জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী বলছেন, আজিমগঞ্জ-কাটোয়া শাখায় নুন্যতম ভাড়া ছিল ১০ টাকা। করোনার সময়ে সেই ভাড়া বাড়িয়ে এক ধাক্কায় ৩০ টাকা করা হয়। কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক। কিন্তু এরপরেও বর্ধিত হারে ভাড়া নেওয়া হচ্ছে বলে চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের।

আর এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, একটা বড় অংশে গরিব মানুষ মুর্শিদাবাদ এলাকাতে বেশি থাকেন। দারিদ্রসীমার নীচে অনেকেই রয়েছেন। কাজের সুত্রে প্রত্যেকদিনই ওই রুটে চলাফেরা করতে হয়। এই অবস্থায় বর্ধিত ভাড়া কমানো হলে অনেকটাই এই মানুষদের স্বস্তি হয় বলেও চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পাশাপাশি রেলমন্ত্রী থাকাকালীন ‘ইজ্জত’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়টিও এদিন উল্লেখ করা হয়েছে। একই আক্ষেপের সুরেই মুখ্যমন্ত্রী লিখছেন, যদিও সেই প্রকল্প ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, মনমোহন সিং সরকারের সময়ে রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে ২৫ টাকায় মান্থলির ব্যবস্থা করেছিলেন। সেই বিষয়টি চিঠিতে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী সাড়া দিয়ে বর্ধিত ভাড়া তুলে নেয় কিনা সেদিকেই নজর সবার।

তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে অনেক মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

English summary

Mamata banerjee sends letter to rail minister, appeals to revert old fare in Katwa azimganj route

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।