ইডি-সিবিআই জেরা করতে পারে, হাইকোর্টের রায় শুনে কি বললেন শুভেন্দু অধিকারী | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের রায়ের পর কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Advertisement

West Bengal

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তৃণমূল কংগ্রেসকে সেকেন্ড ইন কমান্ডকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর টুইট করে কটাক্ষ করেছেন তিনি। তিনি টুইটে কটাক্ষ করে লিখেছেন, ‘গোদের উপর বিষফোঁড়া’। িতনি কটাক্ষ করে বলেছেন, ‘এতদিন শোনা যেত – বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি। এখন নতুন সংস্করণ:- পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫ ! স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !’

শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআই জেরায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরায় কোনও বাধা থাকল না ইডি-সিবিআইয়ের।

সেই সঙ্গে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছেন। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই টাকা জমা দিতে হবে। আদালতের এই নির্দেশে চাপে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। কুন্তল ঘোষ মামলা ফেরানোর আর্জা জানালেও তিনি তা খারিজ করে িদয়েছেন।

শুভেন্দু অধিকারী

অর্থাৎ হাইকোর্টের এই নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করায় ইডি সিবিআইয়ের আর কোনও আইনগত বাধা থাকছে না। এদিকে আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary

Suvendu Adhikary attack Abhishek Banerjee

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।