Fake pregnancy: গর্ভবতী সেজে মাদক পাচারের চেষ্টা, ছুটতে গিয়ে মহিলার একী হল…

Advertisement

মাদক পাচারের নানা ধরনের নতুন কায়দা মাঝেমধ্য়েই সামনে আসে। এবার দেখা গেল একেবারে অভিনব কায়দা। দুজনকে গ্রেফতার করা হয়েছিল দক্ষিণ ক্যারোলিনাতে। সেখান থেকেই জানা গেল ভয়াবহ কাণ্ড। এনবিসি নিউজে প্রকাশিত খবর অনুসারে আসলে এক মহিলা গর্ভবতী মহিলার মতো করে নকল পেট তৈরি করেছিল। এরপর সেখানেই রাখা হয়েছিল মাদক। অ্যান্ডারসন কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের তরফে রবিবার ফেসবুকে জানানো হয়েছে, অ্যান্থনি মিলার ও কামেকা মিচেমকে সন্দেহ হয়েছিল পুলিশের। মিচেমকে দেখে বোঝা যাচ্ছিল তিনি প্রেগনান্ট।

মিলার গাড়ি চালাচ্ছিলেন। ১৮ চাকার একটি গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল।এরপর দুজনকে আটকে আলাদা করে জেরা শুরু করে পুলিশ। এদিকে কবে বাচ্চা হবে তা নিয়ে দুজনে দুটি তারিখ উল্লেখ করে। কিন্তু বাচ্চা হওয়ার ডেট এভাবে বদলে যাবে কীভাবে? এরপর সন্দেহ বাড়তে থাকে।

এদিকে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওই মহিলা ধীরে ধীরে বুঝতে পারছিলেন পুলিশ তাকে এবার ধরে ফেলবে। এরপরই ওই মহিলা দ্রুত ছুটতে শুরু করেন। আর তখনই তার নকল পেট থেকে মাদকের প্যাকেট বেরিয়ে পড়ে।

এদিকে গত এপ্রিল মাসেই এই ঘটনা হয়েছিল। তাদেরকে গ্রেফতারও করা হয়েছিল কিন্তু পুলিশ মাতৃদিবসের আগে এই খবরটি সামনে আনতে চায়নি। সব মিলিয়ে ১৫০০ গ্রাম মাদক পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে অতীতে নানা ধরনের পদ্ধতিতে মাদক পাচারের কথা শোনা গিয়েছে। কিন্তু এভাবে মাদক পাচারের কথা বিশেষ শোনা যায়নি।

এর আগে সুটকেস, জুতোর মধ্য়ে মাদক পাচারের কথা শোনা গিয়েছিল। কিন্তুগর্ভবতী মহিলাদের প্রতি স্বাভাবিকভাবে সন্দেহটা কম হয়। তবে কি সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল ওই মহিলা?

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।