Midnapore
oi-Sanjay Ghoshal

পোস্তা ও মাঝেরহাটের পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি তমলুকে। পূর্ব মেদিনীপুরের তমলুকে মেরামতি কাজের সময় হুড়িমুড়িয়ে ভেঙে পড়ল সেতু। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভেঙে পড়া ব্রিজের তলায় আটকে পড়েন একজন। চার ঘণ্টা পরেও তাঁকে উদ্ধার করা যায়নি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৫০ বছরের পুরনো ব্রিজ এটি। ব্রিজটিতে সংস্কারের কাজ চলছিল। সেই সংস্কারের কাজ চলাকলীন ভেঙে পড়ে এদিন। ব্রিজের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান দুইজন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও, আর এক জনকে উদ্ধার করা যায়নি।

৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও ওই ব্যক্তি চাপা পড়ে রয়েছে। তাঁকে উদ্ধারের জন্য সমস্তরকম চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে গিয়েছে। জোড়ো হয়েছেন স্থানীয়রাও। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সংস্কারের কাজ করা হয়নি বলেই এই বিপত্তি।

তমলুকে ১৪ নম্বর ওয়ার্ডে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটে। ব্রিজটিতে সারাইয়ের কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। এদিন হঠাৎই ব্রিজটি ভেঙে পড়ে। চাপা পড়ে যায় দুজন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন াটকে উদ্ধার করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘটে এদিন দুপুর ১ টা নাগাদ। উদ্ধার কার্য চলছে তৎপরতার সঙ্গে। পুলিশ ও দমকল বাহিনী সবার আগে আটক ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। তাঁকে বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। এদিনের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ওই ব্যক্তিকে উদ্ধার করতে কেন এত সময় লাগছে, তা নিয়েই বিক্ষোভ চলছে।
English summary
A bridge collapses in Tamluk after Posta and Majherhat during maintenance work