আজ, ১৫ মে মাধুরী দীক্ষিতের জন্মদিন ৷ ১৯৬৭ সালে মুম্বইয়ে জন্ম মাধুরীর, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ মাত্র তিন বছর বয়সেই নাচ শেখা শুরু ৷ ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন… সব সময়েই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে মাধুরী ৷
১৯৯৩ সালে সুভাষ ঘাইয়ের খলনায়ক সিনেমায় দেখা গিয়েছিল ‘চোলি কে পিচে কেয়া হ্যায়’ নাচটি। গানের শুরুর কথাই ছিল রক্ষণশীলদের অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। গানটির বিরুদ্ধে আপত্তি তুলেছিল বহু রাজনৈতিক সংগঠন৷ এমনকি মিউজিক অ্যালবামটি মাত্র এক সপ্তাহে এক কোটি ক্যাসেট বিক্রি করেছিল যা সেই সময়ে একটি রেকর্ড হিসাবে বিবেচিত হয়েছিল। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল, আনন্দ বক্সির গান, সরোজ খানের কোরিওগ্রাফি, অলকা ইয়াগনিক-ইলা অরুণের গান চমকে দিয়েছিল দেশকে।
মাধুরী হিন্দি সিনেমায় দেখা সেরা নৃত্যশিল্পীদের একজন৷ কিন্তু ‘চোলি কে পিচে’-এ তিনি এমন কিছু করেছিলেন যা তার প্রতিভাকে ছাড়িয়ে গিয়েছিল। গানটিতে তাঁর চরিত্রের নাম ছিল গঙ্গা৷ তাঁর মোহময় চাউনি, আবেদনে মুগ্ধ হয়েছিল দর্শক৷ তবে সমাজের বড় অংশ এই গান এবং তার ভাষাকে ভালভাবে নেয়নি৷
১৯৯৯ সালে ডা. নেনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বলিউড থেকে বিদায় নিয়ে আমেরিকায় গিয়ে সংসার পাতেন। এর পর ২০০৩ এবং ২০০৫ সালে দুই পুত্রের জন্ম দেন অভিনেত্রী। সেই সময়ে বলিউডের অন্যতম সেরা নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক কানাঘুষো চলেছে ৷ ৯০-এর দশকে শুধু নয়, আজও সঞ্জয় ও মাধুরীর বিষয়ে নানা চর্চা হয়ে থাকে ৷ বিভিন্ন সূত্রের দাবি, একটা সময়ে সঞ্জয় দত্তও চেয়েছিলেন মাধুরীকে বিয়ে করতে ৷ কিন্তু সেই সময় সঞ্জয় বিবাহিত হওয়াতে দু’জনের বিয়েতে বাধা এসেছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhuri Dixit