KMC: বর্ষায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট রুখতে ত্রিফলা আলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে পুরসভা

Advertisement

বর্ষার সময় শহরের রাস্তায় জল জমে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। রাস্তায় থাকা বাতিস্তম্ভের সংস্পর্শে এসে এরকম মৃত্যুর ঘটনা শহরে একাধিক ঘটেছে। সেই কথা মাথায় রেখে এবার ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। বর্ষার সময় যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য এবার ত্রিফলা আলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সী। এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করবে কলকাতা পুরসভা।

মেয়র পারিষদ জানিয়েছেন, বর্ষার সময় বাতিস্তম্ভ ছুঁয়ে অঘটন ঠেকাতে ত্রিফলা আলোয় বিদ্যুৎ সংগ্রহ বন্ধ রাখা হবে। মানুষকে সচেতন করা হবে। এর জন্য সব ওয়ার্ডে অটোয় করে শীঘ্রই প্রচার চালানো হবে। এছাড়াও, কোনও বাতিস্তম্ভে তার খোলা থাকলে বা খামতি থাকলে সেই ছবি তুলে একটি নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে বলেছেন মেয়র পারিষদ। এই ধরনের কোনও তথ্য পেলে পুরসভার তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৩৩৫৯৯৯১১১।

উল্লেখ্য, গত বছর জুন মাসে হরিদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। জমা জলে গর্তের মধ্যে পড়ে যাওয়ায় বাতিস্তম্ভে হাত দিয়েছিল ওই যুবক। তখনই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। এছাড়াও, বাতিস্তম্ভ স্পর্শ করে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মেয়র পারিষদ (আলো) জানান, গত বছরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাগুলির পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বেশ কিছু পরামর্শ দিয়েছিল। যার মধ্যে বাতিস্তম্ভে আর্থিং আছে কিনা, তা আর্থ মেগার যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা সম্ভব। পুরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে এই যন্ত্র কেনা হয়েছে। মেয়র পারিষদ জানান, এগুলি পরীক্ষা করা হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা এড়াতে তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারেরা বাতিস্তম্ভ ঘুরে দেখে কোথাও খামতি চোখে পড়লে অবিলম্বে মেরামতির ব্যবস্থা করবেন।

এদিকে, গত রবিবার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভেজা কাপড় মেলতে গিয়ে একজন বিদ্যুৎপৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে দুজনের মৃত্যু হয়। যদিও এ দিন জমা জলের কোনও রকম বিষয় ছিল না। তবে যেহেতু সামনে বর্ষা আসছে তাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি উসকে দিচ্ছে। এছাড়া, বিদ্যুৎ চুরি রুখতে সিএসসিকে কঠোর হওয়ার পরামর্শ দেন মেয়র পারিষদ। আগামী ১৭ মে বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সঙ্গে প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করা হবে বলে তিনি জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।