IPL 2023: শিবম দুবের ছক্কায় আতঙ্ক- অল্পের জন্য চোটের হাত থেকে বাঁচলেন KKR-এর চিয়ারলিডাররা

Advertisement

শুভব্রত মুখার্জি: চেন্নাই সুপার কিংসের দুর্গ হিসেবেই ধরা হয় চিপক স্টেডিয়ামকে। সাধারণত ঘরের মাঠে সিএসকে-কে হারাতে কালঘাম ছুটে যায় বিপক্ষের । কিন্তু নিজেদের শেষ ম্যাচে সিএসকে-কে তাদের ঘরের মাঠ চিপকেই হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্পিন সহায়ক উইকেটে কলকাতার দুই স্পিনার সুনীল নারিন এবং বরুন চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন। মূলত তাদের স্পিন ঘূর্ণিতেই আটকে যান সিএসকে ব্যাটাররা। পরবর্তীতে অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং কলকাতার হয়ে বাকি কাজটা শেষ করেন। এই ম্যাচে চেন্নাইয়ের জন্য সব থেকে পজিটিভ যে বিষয়, তা হল তাদের বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার শিবম দুবের আক্রমণাত্মক ইনিংস। তবে এই ইনিংস চলাকালীন তাঁর হাঁকানো বিরাট একটি ছক্কায় গুরুতর চোটের হাত থেকে বাঁচেন বাউন্ডারি লাইনের ধারে থাকা কলকাতার চিয়ারলিডাররা!

আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ

ব্রডকাস্টার ক্যামেরাতে ধরা পড়েছে সেই মুহূর্ত। যা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাউন্ডারি লাইনের ধারে যেখানে কেকেআরের চিয়ারলিডাররা বসেছিলেন সে দিকেই লম্বা ছক্কা হাঁকান শিবম। তাঁদের দিকে ধেয়ে আসা বল থেকে বাঁচতে চিয়ারলিডাররা চট জলদি অ্যাকশন নেন। বাউন্ডারির ধারে যে চেয়ারে তারা বসেছিলেন সেখান থেকে নিমেষে দৌড়ে পালান তাঁরা। দেখা যায়, তা সত্ত্বেও তাদের থেকে বল মাত্র কয়েক ইঞ্চি দূরে পড়ে। চিয়ারলিডাররা দৌড়ে পালাতে যাওয়ার ফলে একটি চেয়ার পড়েও যায় বাউন্ডারি লাইনের পাশে।

আরও পড়ুন: W-W-W-1-W-1b- GT-র ইনিংসের শেষ ওভারে ভুবি ধামাকা, ডেথ ওভারে কাঁপুনি ধরালেন তারকা

কেকেআরের ‘মিস্ট্রি’ স্পিনার সুয়াশ শর্মার সময়টা একেবারে ভালো যায়নি। স্পিন সহায়ক উইকেটে তিনি তাঁর নির্ধারিত চার ওভারও শেষ করতে পারেননি। তিন ওভার বল করে ২৯ রান দেন তিনি। সুয়াশের বলেই ওই লম্বা ছক্কাটি হাঁকান দুবে। যাতে আর একটু হলেই আহত হতে হতে বেঁচে যান কেকেআরের চিয়ারলিডাররা। ওই ছয়ের দূরত্ব ছিল ৭৫ মিটার লম্বা। প্রসঙ্গত কেকেআরের বিরুদ্ধে শিবম দুবে মাত্র ৩৪ বলে ৪৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যদিও এই ইনিংসের পরেও ঘরের মাঠে হারতে হয় সিএসকেকে। ছয় উইকেটের ব্যবধানে তাদেরকে হারতে হয়। এদিন কেকেআরকে ব্যাট হাতে ম্যাচে জয় এনে দেন অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।