Calcutta High Court: আবার মিছিল হবে মুখ্যমন্ত্রীর পাড়ায়, অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা

Advertisement

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল করার অনুমতি দেন বিচারপতি। এর ফলে ১ মাসের মধ্যে দ্বিতীয়বার আদালতের অনুমতিতে মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে যাবে মিছিল।

গত ৬ মে আদালতের অনুমতি নিয়ে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে DA-র দাবিকে মিছিল করেন সরকারি কর্মীরা। মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। সেই মিছিল শেষ হতেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা লাগু করে দেয় প্রশাসন। এর পর ওই একই রাস্তায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। ১৭ মে শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তাঁরা।

চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করে বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন আবেদনকারীরা। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে পর্যন্ত মিছিল যাবে। মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শৃঙ্খলা মেনে চলতে নির্দেশ দিয়েছেন আবেদনকারীদেরও।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।