West Bengal
oi-Kousik Sinha

মাত্র তিন মিনিটের ঝড়ে একেবারে বিধ্বস্ত কলকাতা! প্রভাব দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। সাইক্লোন মোখার আতঙ্ক কাটতেই বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। সেই মতো বিকেলের পর থেকেই পরিস্থিতির বদল ঘটতে থাকে। আর সেই মতো প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।
দুটি কালবৈশাখী বয়ে যায় শহর এবং শহরতলির উপর দিয়ে। আর তাতেই পুরো লন্ডভন্ড কলকাতা। শুধু তাই নয়, ব্যাহত শিয়ালদহ মেন এবং দক্ষিণ শাখার ট্রেন চলাচল। জানা গিয়েছে, প্রবল ঝড়-বৃষ্টির জেরে একাধিক জায়গাতে ট্রেন দাঁড়িয়ে গিয়েছে।

বিশেষ করে শ্যামনগর- কাকিনাড়া এবং জগদ্দলের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছে। আরামবাগ লোকাল দাঁড়িয়ে হিন্দমোটর কোন্নগর স্টেশনের মাঝে । অন্যদিকে আরও বেশ কয়েকটি জায়গাতে ঝড়ের ফলে ওভারহেডে কিছু পড়ার ফলে আটকে রয়েছে লোকাল ট্রেন।
অন্যদিকে হাওড়া লাইনেও ট্রেন চলাচলে ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়ের সময়ে বেশ কয়েকটি জায়গাতে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। ফলে দেরিতে চলছে একাধিক ট্রেন। আর এর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে আজ সোমবার সপ্তাহের প্রথমদিন।
#WATCH| West Bengal: Heavy rain lashes Kolkata post Cyclone Mocha pic.twitter.com/14qwPNmWWc
— ANI (@ANI) May 15, 2023
ট্রেনের সমস্যায় বাড়ি ফিরতে বিপাকে অফিস ফেরত যাত্রীরা। প্রত্যেকটি স্টেশনে কার্যত উপচে পড়ছে ভিড়। অন্যদিকে ঝড়ের কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার কোলাঘাট ব্লকের শ্রীধরবসান গ্রামে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিদ্যুতের খুঁটিতে গাছ পড়ে আর সেই খুঁটি ভেঙে পড়ে ওই ব্যক্তির গায়ে।
কার্যত তড়িতাহত হয়ে ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে একটি গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। আহত হয়েছেন গাড়ির চালক-সহ ২ জন। এছাড়াও কলকাতার অন্তত ১৩ টি জায়গাতে গাছ পড়েছে। যার ফলে বন্ধ যান চলাচল।

আর তাতে শহরের একাংশ জুড়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ এবং পুরসভার কর্মীরা। অন্যদিকে রেল পরিষেবাও স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে খবর। অন্যদিকে প্রভাব বিমান পরিষেবাতেও।
অন্তত পাঁচটি বিমান কলকাতাতে নামতে পারেনি বলে জানা গিয়েছে। একটি ঢাকা থেকে আসছিল। দিল্লি, চেন্নাই এবং সুরাট থেকে আসা বেশ কয়েকটি বিমান ঝড়ের কারণে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি বলে জানা গিয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি অন্য বিমানবন্দরে নামলেও ঢাকা থেকে আসা বিমানটি ঢাকাতে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।
English summary
train service interrupted because of storm and rain in South Bengal