GT vs SRH: ক্লাসেনকে কেউ সাহায্যই করল না, হারের পর রেগে লাল SRH অধিনায়ক

Advertisement

আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে প্রথম শতরান করলেন এই তরুণ ব্যাটার। তাও আবার প্রথম কোনও গুজরাট টাইটানসের ব্যাটার হয়ে শতরানের নজির গড়লেন গিল। তাঁর শতরানের ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলতে সক্ষম হয় গুজরাট টাইটানস।

শুধু গিল একা নন, বল হাতে দুর্দান্ত শুরু করেন মহম্মদ শামিও। ইনিংসের শুরুতেই আনমোলপ্রীত সিং, এডেন মার্করাম এবং রাহুল ত্রীপাঠিকে ফিরেয়ে দেন শামি। মাত্র ১২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স। তখনই ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। গুজরাটের বোলাররা এতটাই চাপ সৃষ্টি করে যে, মাত্র ৫৯ রানে সাত উইকেট হারাতে হয় সানদের। অবশ্য় সেখান থেকে দলকে একটু ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা চালান সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেন।

এই ব্যাটারের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় সানরা। বলা ভালো উইকেট পতনের গতি অনেকটাই কমে যায়। সেই শামির বলেই ৪৪ বলে ৬৪ রান করে ফিরে যান ক্লাসেন। তাঁর এই ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সাহায্য়ে। আর কোনও ক্রিকেটার বড় রান করতে না পারায় সানদের থামতে হয় ১৫৪/৯ রানে। ৩৪ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট। সেই সঙ্গে প্রথম দল হিসাবে প্লেঅফে জায়গা করে নিল হার্দিক পান্ডিয়ার দল।

তবে ম্যাচ হারায় স্বাভাবিক ভাবেই হতাশ সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক এডেন মার্করাম। ম্যাচ শেষে তিনি জানান, ‘পাওয়ারপ্লেতে পরপর চার উইকেট হারানো সত্যি যে কোনও দলের কাছে খুবই খারাপের। আমাদের সঙ্গে সেটাই ঘটেছে। পরপর উইকেট হারিয়ে ফেলায় আমরা চাপে পড়ে যাই। তবে প্রথম ইনিংসের শেষে আমার ভেবেছিলাম এই রান তুলে ফেলতে পারব। কিন্তু হয়নি।’

এখানেই থেমে থাকেননি তিনি। সান অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দলে অনেক ভালো মানের বোলার রয়েছে। আমরা ভেবেছিলাম বল টার্ন করবে। কিন্তু তা হয়নি। তবে ভুবনেশ্বর কুমার শেষ ওভারে দুর্দান্ত বল করেছে। অবশ্যই তাঁকে কৃতজ্ঞতা জানাতে হয়। তবে যাই হোক না কেন ম্যাচ আমাদের হারতে হয়েছে। তবে ক্লাসেন ভালো চেষ্টা করেছে। কিন্তু তারপরও আমরা ম্যাচ জিততে পারিনি। পরিস্থিতিটা কঠিন হয়ে যায়। দুঃখের বিষয় এটাই দলের আর কেউ ওকে সাহায্য করেনি। এখনও শেষ ম্যাচ হয়নি। বাকি ম্যাচে ভালো করব। তবে এই মরশুমটা একেবারেই আমাদের জন্য ভালো হয়নি। কিন্তু ভুবি এবং নটরাজন ভালো পারফরম্যান্স করেছে।’

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।