RR vs RCB: এরকমভাবে উইকেট ছুড়ে দিলে ম্যাচ জেতা যায়? সঞ্জুদের আত্মসমর্পণে রেগে লাল RR কোচ

Advertisement

গত বছরের রানার্স রাজস্থান রয়্যালস। এই বছরের শুরুটা তারা দুর্দান্তভাবে করেছে। তবে মরশুমের মাঝামাঝি এসে কিছুটা হলেও সেই ধারা হারিয়ে ফেলেছে। আইপিএলের ইতিহাসে তৃতীয় নিম্ম রানের লজ্জাজনক রেকর্ড তৈরি করল সঞ্জু স্যামসনরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানে অলআউট হতে হলো তাদের। রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা মনে করছেন পাওয়ার প্লেতে পরপর উইকেট পড়ে যাওয়া ম্যাচ হাতছাড়া করতে হল তাদেরকে।

শুরুতে ব্যাট করতে নেমে বিরাট কোহিলিরা সম্মানজনক রান যোগ করেন স্কোরবোর্ডে‌। তবে এই বছরের আইপিএলের রানের বন্যাতে অপ্রতিরোধ্য ছিল না। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লেতে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে এই দল। যার ফলে ১১২ রানের ব্যবধানে লজ্জাজনক ম্যাচ হারতে হল তাদের। এইভাবে ম্যাচ হারার পর রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা সাংবাদিক সম্মেলনে এসে বলে যান, ‘এই ম্যাচে আমাদের একটা পার্টনারশিপের দরকার ছিল। তবে দুর্ভাগ্যবশত পাওয়ার প্লের সময় ২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলি আমরা। এখানেই ম্যাচটা হাতের বাইরে চলে যায়। বিপক্ষ দলকে আমাদের বিরুদ্ধে বিশেষ কিছু করতে হয়নি। আমরাই ম্যাচ হেরেছি। এইরকম একটা ইনিংস দেখা খুবই অস্বস্তিকর। এটা কোনও একজন ক্রিকেটারের দোষ নয়। দলগতভাবে হেরেছি আমরা। আজকে আমরা একদমই ভালো খেলিনি।’

এই ম্যাচ হারার ফলে রাজস্থান রয়্যালসের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের ৬ নম্বর স্থানে নেমে গিয়েছে। যার ফলে প্লেঅফের রাস্তা কঠিন হয়ে গেল সঞ্জুদের। এখন তাদের হাতে পড়ে রয়েছে একটি মাত্র ম্যাচ। সেই ম্যাচ রাজস্থান কে জিততেই হবে। তবে জিতলেই যে প্লেঅফের যাবে এমন নয়। অন্য দলের ওপর ভরসা করতে হবে তাদের। সেই বিষয়ে কুমার বলেন, ‘এখনও আমাদের অপেক্ষা করতে হবে। একটি ম্যাচ পড়ে আছে তা জিততেই হবে। দুর্ভাগ্যবশত অন্য দলের ওপরেও কিছুটা নির্ভরশীল হতে হচ্ছে আমাদের। শেষ ম্যাচ আমরা নিজেদের জন্য খেলবো এবং আশা করছি ম্যাচ জিতে মাঠ ছাড়বো।’

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটরক্ষক-ব্যাটার অনুজ রাওয়াত তাদের ইনিংসের শেষের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ১১ বলে অপরাজিত ২৯ রান করে যান। যার ফলে বিরাটদের রান অনেকটাই বেড়ে যায়। তিনি ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন। অনুজ রাওয়াত বলেন, ‘আমি অনুশীলনের সময় এরকম শট মারা প্র্যাকটিস করেছি। জানতাম যদি আমি শেষ পর্যন্ত থাকি তবে আমি কিছুটা প্রভাব ফেলতে পারব।’‌

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।