Mrinal Sen-Srijit Mukherjee: সিনেমা নয়, চেয়েছিলাম মৃণাল সেনকে নিয়ে ওয়েব সিরিজ হোক, পদাতিক শীঘ্রই আসছে: সৃজিত

Advertisement

বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ১০০। আজ পরিচালক মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী। কিংবদন্তী পরিচালকের জন্মদিনে তাঁর বায়োপিক নিয়ে কথা বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক সৃজিত যে বায়োপিকের নাম রেখেছেন ‘পদাতিক’।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানাচ্ছেন, ‘বায়োপিক পদাতিক তৈরির কাজ প্রায় শেষ। এটা এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের স্তরে রয়েছে। আশাকরি শীঘ্রই ছবিটি মুক্তি পাবে। প্রশ্ন উঠবে বায়োপিকে আমি যাকিছু রেখেছি, তাতে আমি কি সন্তুষ্ট? তাহলে বলি, একটি ফিচার ফিল্মে মৃণাল দা-এর মতো গভীর ব্যক্তিত্বকে নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভাবে তুলে ধরা সম্ভব নয়। আমার মনে হয় এটা যদি সিনেমা না হয়ে ওয়েব সিরিজ হিসাবে তৈরি করা যেত, তাহলে এটার সঙ্গে অনেক বেশি ন্যায়বিচার করা যেত। তবে ছবিটি নিয়ে আমি খুশি। চঞ্চল চৌধুরী মৃণাল দা-র চরিত্রে দরুণ কাজ করেছেন। উনি একজন অসাধারণ অভিনেতা। ওঁদের মধ্যে সাদৃশ্য অদ্ভুত।’

আরও পড়ুন-যশ ও রুহির বাবা থাকলেও মা নেই, ওরা ঠাকুমাকেই মা বলে: করণ জোহর

আরও পড়ুন-‘তুমি মায়ের মতোই ভালো’, এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া

আরও পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো মা হতে পারব কি না: সোনালি

মৃণাল সেনের ‘বায়োপিক’ নিয়ে কথা বললেন সৃজিত

Advertisement

১৯৫৫ সালে ‘রাত ভোরে’ ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি মৃণাল সেন। পরবর্তী সময়ে ‘ভুবন শোম’, ‘এক আধুরি কাহানি’, ‘মৃগয়া’, ‘আকালের সন্ধানে’ এবং ‘খন্ধর’-এর মতো ছবি পরিচালনা করেছেন মৃণাল সেন। ইতিমধ্যেই ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর লুক সামনে এসেছে, যেটি প্রশংসিতও হয়েছে। অন্যদিকে মৃণাল সেনকে নিয়ে আরও দুটি ছবি হচ্ছে, এক ‘পালান’ যেটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অঞ্জন দত্তও একটি ছবি বানাচ্ছেন বলে শোনা গিয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।