Mother’s Day Bollywood:গর্ভবতী করে বিয়ে করেননি,সন্তানকেও করেছেন অস্বীকার! রইল লড়াকু ‘সুপার মম’-দের কাহিনি

Advertisement

বলি অভিনেত্রীদের জীবনযুদ্ধের কাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ একা হাতে সংসার-সন্তান সামলে কেরিয়ারেও তারা সফল৷ মাদার্স ডে-র দিন সেই সমস্ত লড়াকু সুপার মম-দের কুর্নিশ৷ প্রথমেই রয়েছেন নীনা গুপ্তা৷ তিনিবাঁচেন নিজের শর্তে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম থেকে মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা যেন এক বিতর্কিত অধ্যায়। গর্ভবতী নীনাকে বিয়ে না করলেও তিনি পিছিয়ে আসেননি বরং সেই সময় এক হাতে মেয়ে মাসাবাকে বড় করেন এবং পুরো দায়িত্ব পালন করেন৷

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।