Mothers day: মায়ের ডাক আসল ডাক, পিছু ডাকলেও….মাতৃদিবসে কবিতা লিখলেন মমতা

Advertisement

মা। জগতের সবথেকে মিষ্টি শব্দ। আর বাংলার অগ্নিকন্যা, আজ যিনি বাংলার মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ও বরাবরই মা অন্ত প্রাণ। অনেকদিন হল তিনি তাঁর মাকে হারিয়েছেন। তবুও একটু আবেগপ্রবণ হলেই তিনি মায়ের স্মৃতিচারণা করেন। রবিবার ছিল মায়ের দিন।মাতৃদিবস। সেই শুভদিনে সেই মায়ের জন্য় আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মাকে মনে রেখে কবিতা লিখেছেন। সেই কবিতা তিনি পোস্ট করেছেন টুইটার সহ অন্যান্য় সমাজমাধ্যমে।

কবিতায় একটা লাইন আছে, মায়ের ডাক আসল ডাক, পিছু ডাকলেও আশীর্বাদ। অনেকের মতে পিছু ডাকা নিয়ে অনেকের মনেই নানারকম সংস্কার থাকে। কিন্তু মায়ের পিছু ডাকও যে আশীর্বাদ সেটাই যেন জানিয়ে দিলেন নেত্রী।

 

একেবারে শিরোনামে লেখা মা। মমতা লিখেছেন, যতই দেখি ততই জানি মা আমাদের আশ্বাস বাণী, অফুরন্ত মায়ের ভালোবাসা, আমাদের জোগাড় বাঁচার আশা।

মায়ের মুখ স্বর্গসুখ, ভুলিয়ে দেয় সকল দুখ, মায়ের বদন মলিন হলে, সব হয়ে যায় গোলমেলে।

আর সেই মায়ের মধ্যে অনুপ্রেরণা খুঁজেছেন মমতা। তিনি লিখেছেন, মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা। সেই সঙ্গে ।যাঁরা মাকে হারিয়েছে তাঁদের মধ্যে যে শূন্যতা সেটাও উল্লেখ করেছেন তিনি। মা যার নেই সে বড় একেলা, ব্য়াথার সময় যায় না দুঃখকে ভোলা।

তবে অতীতেও বার বার তিনি ফিরে গিয়েছেন মায়ের কথায়। তিনি একাধিক জনসভা থেকেও তাঁর প্রয়াত মায়ের কথা উল্লেখ করেছিলেন। যে মা ছিলেন তাঁর লড়াইয়ের অনুপ্রেরণা।

পুজোর সময় যখন বৃদ্ধাশ্রমে যান তখনও মনে পড়ে যায় মায়ের কথা। পুজোর আগে নবনীডে় গত বছর তিনি বলেছিলেন, আপনাদের দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মাকে হারিয়েছি। তাই প্রতিবছরই পুজোর আগে আপনাদের সঙ্গে দেখা করি।

রাজনৈতিক জীবনের উত্থান, পতনে, রোজকার দিনযাপনে তিনি বার বার ফিরে যান মায়ের স্মৃতিচারণায়। আর মাতৃদিবসে সেই মায়ের জন্য লিখলেন কবিতা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।