Kolkata tour: কলকাতা বেড়াবেন? এক ক্লিকেই জেনে নিন খুঁটিনাটি, আসছে পুরসভার নয়া অ্যাপ

Advertisement

অনেকেরই প্রাণের শহর কলকাতা। আবার যারা দূর দূরান্ত থেকে কলকাতায় বেড়াতে আসেন তাঁরাও কলকাতার প্রেমে পড়ে যান। কিন্তু ভিক্টোরিয়া, কালীঘাট, চিড়িয়াখানা, জাদুঘর আর অধুনা ইকো পার্কের বাইরেও আছে কলকাতার অনেক দর্শনীয় জায়গা। যেগুলোর হদিশ পেতে অনেকেই হাতড়ে বেড়ান। তাঁদের জন্য় এবার তৈরি হল কলকাতা পুরসভার অ্য়াপ। সেই অ্য়াপ খুললেই আপনি পেয়ে যাবেন সেই অচেনা কলকাতার নানা জায়গায় বেড়ানোর হদিশ।

সব থেকে বড় কথা দূর থেকে কলকাতায় বেড়াতে এসে অনেকেই বুঝতে পারেন না কোন জায়গাটি কোন দিন খোলা থাকে। যেমন ধরুন ইকো পার্ক। কিংবা ওয়াক্স মিউজিয়াম। চিড়িয়াখানা কিংবা কলকাতা মিউজিয়াম। কোন দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এটা অনেকেই জানেন না। ইকো পার্কে যেদিন ছুটি থাকে সেদিন আবার অনেকেই হাজির হয়ে যান। কিন্তু সেদিন হতাশ হয়ে ফিরে যেতে হয় তাঁদের। কিন্তু তাঁরা যদি জানেন যে কাছেই মিনি জু আছে তবে অন্তত সেখানে একবারে পরিবার নিয়ে বেড়িয়ে আসতে পারেন।

সেকারণেই পর্যটকদের সুবিধার জন্য় এবার কলকাতা পুরসভার নয়া অ্য়াপ ‘মাই কলকাতা’। মোটামুটি দুর্গাপুজোর আগেই এই অ্যাপ তৈরি হয়ে যাবে। এরপর এক ক্লিকেই আপনি কলকাতা সম্পর্কিত বিশেষত কলকাতায় ভ্রমণ সম্পর্কিত নানা খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন।

তার সঙ্গেই বৃহত্তর কলকাতার নানা দিক সম্পর্কে জানতে পারবেন। এদিকে সম্প্রতি আলিপুর জেলের ভবনকে ঘিরে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম। কলকাতার পালকে নয়া পালক। কিন্তু কীভাবে যাবেন আলিপুর মিউজিয়ামে, কবে বন্ধ থাকে মিউজিয়ামের দরজা. লাইট অ্যান্ড সাউন্ডের শো গুলি কখন থেকে হয় এগুলো জানেন না অনেকেই। এদিকে বিভিন্ন ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে সেখানে অনেক সময়ই আপডেট করা থাকে না। সেক্ষেত্রে এবার ভ্রমণপিপাসুদের কাছে অন্য়তম বড় পাওনা হতে পারে এই অ্যাপ। বিমানবন্দর, রেল স্টেশনে নামার পরেই যাতে পর্যটকরা এই অ্য়াপের ব্যাপারে জানতে পারেন সেজন্য ডিসপ্লে করা থাকবে। নিউটাউন, বিধাননগরের নানা দর্শনীয় স্থানও থাকবে অ্যাপে।

সূত্রের খবর টক টু মেয়র অনুষ্ঠানে বেহালার এক বাসিন্দা এনিয়ে মেয়রের কাছে প্রস্তাব রেখেছিলেন। তখনই তিনি এই ব্যবস্থাকে কার্যকরী করার নির্দেশ দেন। তারপরই তথ্য প্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা এনিয়ে বৈঠকে বসেন। আপাতত ঠিক করা হয়েছে বাংলা ও ইংরাজি দুই ভাষাতেই এই অ্যাপ হবে।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।