CSK vs KKR: থমকে গিয়ে বল আসছে, ১৪৫ রান তাড়া করতেও KKR-র হাল খারাপ হবে, সতর্কতা বরুণের

Advertisement

এই মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। প্রায় প্রতি ম্যাচেই উইকেট নিয়ে চলেছেন তিনি। শুধু তাই নয়, পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সকে ভরসা দিচ্ছেন তিনি। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও উইকেট তুলে নিতে কোনও রকম ভুল করেননি তিনি। চিপকে ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তিনি যে ছন্দে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচ বরুণ যেমন উইকেট পেয়েছেন, ঠিক তেমনই উইকেট পেয়েছেন সুনীল নারিনও। এবারের মরশুমে যাকে একেবারেই ছন্দে দেখা যায়নি। তিনিও অবশেষে উইকেট পেলেন। ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে তিনিও ২ উইকেট নেন। এই দুই স্পিনারের বলে ভর করে ভালো জায়গায় নাইটরা।

এই ম্যাচে উইকেট পেলেও চেন্নাইয়ের পিচ নিয়ে মোটেই খুশি নন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। কেকেআরের বোলিং হয়ে যাওয়ার পর দক্ষিণ ভারতের এই ক্রিকেটার বলেন, ‘এটা খুব ভালো মরশুম আমার জন্য। প্রতি ম্যাচেই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এই ম্যাচেও সেরাটা দিয়েছি। তবে আমার মনে হয়েছে শুরুতে এই পিচটা একটু শক্ত ছিল। তবে দ্বিতীয় পাওয়ারপ্লের পর এই পিচটা পাটা হয়ে গিয়েছে।’

এখানেই থেমে থাকেননি বরুণ চক্রবর্তী। তিনি আরও বলেন, ‘আমি এই মরশুমে শুধুমাত্র লেগ স্পিন ব্যবহার করছি। আমি সত্যি কৃতজ্ঞ যে, এই লেগ স্পিন কাজ করছে। গত মরশুমে আমি ক্রস সিমে বল করেছি। তারপর আমি ভাবলাম আমি সব রকম ভাবে বল করার চেষ্টা করব এবং হ্যাঁ, তাতে সমস্যা হচ্ছে। তাই লেগ স্পিন ব্যবহার করছি শুধুমাত্র।’

১৪৫ রানের টার্গেট নিয়ে ওপেন করতে নামেন গুরবাজ এবং জেসন রয়। তবে গুরবাজ মাত্র ১ রান করে ফিরে যান। স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যায় নাইটরা। প্লেঅফে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে শাহরুখ খানের দলকে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।