‘মায়ের ভালবাসার কোনও বিকল্প হয় না’ ভিকি, কাজল-সহ বলি-তারকারা কী বার্তা দিলেন মায়ের উদ্দ্যশে দেখে নিন || – News18 Bangla

Advertisement

মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। বিশ্ব আজ মাদারস ডে উদযাপন করছে। সকলেই আজ সোশ্যাল মিডিয়ায় তাদের মায়েদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত, নানা ছবি শেয়ার করছে নিচ্ছে। আবার কেউ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে মাকে দিচ্ছে উপহার। আর সেখানে বাদ নেই বলি-তারকারাও ভিকি কৌশল, কাজল, সুস্মিতা সেন-সহ আরও অনেক তারকা মার সঙ্গে স্যোশাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছেন। মায়েদের জন্য লিখেছেন আন্তরিক বার্তা।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।