মুম্বইয়ের সন্নিকটে এক প্রমোদতরী থেকে বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ানকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছিল এনসিবি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীকালে বেশ কয়েকদিন মাদককাণ্ডে হাজতবাস হয়েছিল আরিয়ানের। তবে পরে আরিয়ান মুক্ত হন। এদিকে, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা শুরু করেছে সিবিআই। আর সেই মামলা ঘিরেই মুখ খুললেন এনসিবির এই প্রাক্তন অফিসার।
শাহরুখ পুত্র আরিয়ানকে প্রমোদতরীর মাদক মামলায় না যুক্ত করার জন্য ২৫ কোটি টাকার ঘুষের দাবি করার অভিযোগ রয়েছে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এনসিবির এই প্রাক্তন অফিসারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে সদ্য এনসিবির তরফে সিবিআইকে আর্জি জানানো হয় তদন্তের। তারপরই সিবিআই সদ্য আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। সঙ্গে দেশের ২৯ টি জায়গায় তলে সিবিআই তল্লাশি। সেই তল্লাশির মধ্যে ছিল সমীর ওয়াংখেড়ের বাসভবনও। এদিকে, ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই প্রাক্তন এনিসিব কর্তা। তিনি বলছেন,’ আমায় পুরষ্কার (শাস্তি) দেওয়া হচ্ছে দেশভক্ত হওয়ার জন্য। গতকাল ১৮ জন সিবিআই অফিসার আমার বাড়ি তল্লাশি করেছেন আর ১২ ঘণ্টা ধরে তল্লাশি চলেছে। যখন আমার স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়ি ছিলেন। তাঁরা ২৩ হাজার টাকা ও চারটি সম্পত্তির কাগজের হদিশ পেয়েছেন। এই সম্পত্তি আমার পদে যোগের আগে থেকেই ছিল।’
( আরিয়ানকে মাদকাণ্ডে পাকড়াওকারী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা সিবিআইয়ের)
এদিকে, সমীরের স্ত্রী ক্রান্তি রেদকারের ফোন সিবিআই অফিসাররে বাজেয়াপ্ত করেছেন বলে জানিয়েছেন সমীর। সমীরের শ্বশুরমশাইয়ের বাড়ি থেকে ১৮০০ টাকা পাওয়া গিয়েছে, সমীরের বাবার বাড়ি থেকে ২৮ হাজার টাকা, বোন ইয়াসমিনের বাড়ি থেকেও ২৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। শুক্রবারই এই মামলায় দেশের ২৯ টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। উল্লেখ্য, মুম্বইয়ের এনিসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ও তিনজন বাকি অফিসারের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে। আর তার ফলেই মুম্বই, দিল্লি, রাঁচি, কানপুরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup