SSC Scam: নবম – দশম নিয়োগ দুর্নীতিতে ইডি দফতরে হাজিরা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক

Advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডি দফতরে হাজিরা দিলেন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থপ্রতীম রায়। শনিবার বেলা ১২টা নাগাদ ইডি দফতরে হাজির হন তিনি। সূত্রের খবর, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিভিন্ন তথ্য খতিয়ে দেখতে তলব করা হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদ চলছে।

মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (প্রশাসন) পদে রয়েছেন পার্থপ্রতীমবাবু। শনিবার তাঁকে তলব করে ইডি। সেই তলবে বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রের খবর, পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি। সেই তথ্যের সত্যতা যাচাই করতে তলব করা হয়েছে পার্থবাবুকে। সঙ্গে কী ভাবে নিয়োগ প্রক্রিয়া চলত, কোন কোন আধিকারিক তাতে যুক্ত ছিলেন, দুর্নীতিতে তাদের কার কী ভূমিকা ছিল সে সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে।

নবম দশম নিয়োগ দুর্নীতিতে ৮০৫ জনকে চাকরি থেকে বহিষ্কার করে কলকাতা হাইকোর্ট। তার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বহিষ্কৃতরা। সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের ওপর সাময়িক স্থগিতাদেশ বলবৎ করেছে। এর পর ৮০৫ জনকে পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।