Fake SIM card: জাল সিম কার্ড ব্যবহারের শীর্ষে বেঙ্গল সার্কেল, তৃতীয় স্থানে গুজরাট

Advertisement

বর্তমানে অনলাইনে বেড়েছে জালিয়াতি। এর জন্য জাল সিম কার্ড ব্যবহার করছে প্রতারকরা। এই জাল সিম কার্ড ব্যবহারের নিরিখে শীর্ষে রয়েছে বেঙ্গল সার্কেল (কলকাতা বাদে পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম)। এমনটাই বলছে টেলিযোগাযোগ বিভাগের ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিটের (ডট) পরিসংখ্যান। ডটের হিসেব অনুযায়ী, ২০২২ সালে বেঙ্গল সার্কেলে প্রায় ৬.৮ লক্ষ জাল সিম ব্যবহার করা হয়েছে। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ ও গুজরাট। ইতিমধ্যেই জাল সিম কার্ডগুলি শনাক্ত করে সেগুলি অধিকাংশ নিষ্ক্রিয় করেছে ডট।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের অগাস্ট পর্যন্ত বেঙ্গল সার্কেলে ৬. ৮ লক্ষ জাল শনাক্ত করা হয়েছে। এই হিসেব কলকাতা সার্কেল বাদ দিয়ে। মধ্যপ্রদেশে ৩,৮৭,০৮৪ এবং গুজরাটে ২,৯৩,২৩৯ টি জাল সিম শনাক্ত করা হয়েছে। দেশের শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই মুম্বইয়ের স্থান। পরিসংখ্যান অনুযায়ী, শুধু কলকাতাতে ১,৮৭,৮৮১ টি জাল সিম শনাক্ত করা হয়েছে এবং মুম্বাইয়ে ৩২,৪৭৭ টি জাল সিম পাওয়া গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল লাইসেন্সড সার্ভিস এরিয়া (ডব্লিউবিএলএসএ) এর ডিরেক্টর অরূপ দাস জানিয়েছেন, বেঙ্গল সার্কেলে ৬,৭০,৯৯২ টি জাল সিম নিষ্ক্রিয় করা হয়েছে এবং কলকাতা সার্কেলে ১,৫৮,৯২০ টি সিম পুনরায় যাচাই করা হচ্ছে। ডট সূত্রে জানা গিয়েছে, যে জাল সিমগুলি সাধারণত বেশিরভাগই সাইবার অপরাধ, ফেক কল এবং তোলাবাজির জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (ট্যাফকপ) এর সাহায্যে ডট আধিকারিকরা গ্রাহকদের মুখ এবং ঠিকানা সহ যাবতীয় তথ্য যাচাই করছেন।

অরূপ দাস জানিয়েছেন, ‘একজন ভারতীয় নাগরিকের সর্বাধিক ৯টি সিম থাকতে পারে। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব রাজ্যের মানুষ সর্বাধিক ৬টি সিম ব্যবহার করতে পারেন। এই সিম ইস্যু করার তালিকাতেও শীর্ষে রয়েছে বেঙ্গল সার্কেল। আধিকারিকদের মতে, কিছু গোষ্ঠী অসাধু উপায়ে অপারেটরদের সঙ্গে হাত মিলিয়ে জাল সিম কার্ড সক্রিয় করছে৷ শুধুমাত্র কলকাতা সার্কেলে এই ধরনের ৩৭৭৭ টি অভিযোগ দায়ের হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।