ঘরের মাঠে পঞ্জাব কিংসকে নাগালের মধ্যে বেঁধে রেখেও ম্যাচ জিততে পারল না দিল্লি ক্যাপিটালস। নিজেদের ডেরায় শিখর ধাওয়ানদের কাছে পরাজিত হয়ে আইপিএল ২০২৩-র প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় দিল্লি। প্রথম দল হিসেবে চলতি আইপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করে ক্যাপিটালস।
কোটলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব কিংস। শুরু থেকে একপ্রান্ত দিয়ে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা তারা। শেষমেশ পঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে।
একা কুম্ভ হয়ে লড়াই চালান পঞ্জাব ওপেনার প্রভসিমরন সিং। একপ্রান্ত আঁকড়ে লড়াই চালানো প্রভসিমরন নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তিনি ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ১০৩ রান করে মাঠ ছাড়েন।
প্রভসিমরন একা যত রান সংগ্রহ করেন, পঞ্জাবের বাকি সব ব্যাটসম্যান মিলে তার অর্ধেক রানও সংগ্রহ করতে পারেননি। শিখর ধাওয়ান ৭, লিয়াম লিভিংস্টোন ৪ ও জিতেশ শর্মা ৫ রান করে আউট হন। স্যাম কারান ২৪ বলে ২০ রানের যোগদান রাখেন। হরপ্রীত ব্রার ২ ও শাহরুখ খান ২ রান করে ডাগ-আউটের পথে হাঁটা লাগান। সিকন্দর রাজা ৭ বলে ১১ রান করে নট-আউট থাকেন।
আরও পড়ুন:- DC vs PBKS: ‘ওয়ান ম্য়ান আর্মি’ প্রভসিমরনের ঝোড়ো সেঞ্চুরি, পঞ্জাবের বাকিরা সবাই মিলে অর্ধেক রানও করতে পারেননি
দিল্লির হয়ে ইশান্ত শর্মা ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পকেটে পোরেন অক্ষর প্যাটেল, প্রবীণ দুবে, কুলদীপ যাদব ও মুকেশ কুমার। উইকেট পাননি খলিল আহমেদ ও মিচেল মার্শ। মুকেশকে মাত্র ১ ওভার বল করায় দিল্লি। তিনি ৩ রান খরচ করে শতরানকারী প্রভসিমরনকে বোল্ড করেন।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ওপেনিং জুটিতে ঝড় তোলে। ৬.২ ওভারে দলগত ৬৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যাপিটালস। হরপ্রীত ব্রার বোলিং আক্রমণে এসেই ধস নামান দিল্লির ব্যাটিং লাইনআপে। শেষমেশ দিল্লি ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৬ রানে আটকে যায়। ৩১ রানে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পায় পঞ্জাব।
আরও পড়ুন:- SRH vs LSG: কুলকিনারা পেলেন না, ২টি স্বপ্নের ডেলিভারিতে মার্করাম-ফিলিপসকে চোখে সর্ষে ফুল দেখালেন ক্রুণাল- ভিডিয়ো
ডেভিড ওয়ার্নার দিল্লির হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। ২৭ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। ফিল সল্ট করেন ১৭ বলে ২১ রান। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মিচেল মার্শ ৩, রিলি রসউ ৫, অক্ষর প্যাটেল ১, আমন খান ১৬ ও প্রবীণ দুবে ১৬ রান করে মাঠ ছাড়েন। খাতা খুলতে পারেননি মণীশ পান্ডে। কুলদীপ যাদব ১০ ও মুকেশ কুমার ৬ রান করে অপরাজিত থাকেন।
হরপ্রীত ব্রার ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন। তিনি সাজঘরে ফেরান ওয়ার্নার, সল্ট, রসউ ও মণীশ পান্ডেকে। রাহুল চাহার ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে মিচেল মার্শ ও অক্ষর প্যাটেলকে সাজঘরে ফেরান। ন্যাথন এলিস ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন।