রাঘবের হাতে হাত রেখে পথচলা শুরু পরিণীতির, হবু বরকে আগলে কী বললেন নায়িকা|parineeti chopra and raghav chadha engagement actress shares her special moment on her twitter see pics – News18 Bangla

Advertisement

মুম্বই: শুরু হল নয়া পথচলা৷ অবশেষে এল সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ৷ ১৩ মে অর্থাৎ আজ আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া৷ এতদিন প্রেম নিয়ে নীরব থাকলেও কতটা প্রেমে তিনি মজে আছেন তা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে৷ দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে আংটিবদল করলেন পরিণীতি চোপড়া৷

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হবু বর রাঘবের সঙ্গে আংটিবদলের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বলিউড সুন্দরী৷ পরিণীতি ও দেশের তরুণ রাজনীতিবিদ রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ রাঘবের সঙ্গে ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, আমি যা কিছু চেয়েছি, আমি হ্যাঁ বলেছি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন আংটির ইমোজি৷ ঝড়ের গতিতে এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

Published by:Riya Das

First published:

Tags: Parineeti Chopra

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।