Nadia Murshidabad
oi-Kousik Sinha

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩ : পরিবর্তন দেখল কর্নাটক! বড় জয় কংগ্রেসের। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Karnataka Election Result)। আর সেই নির্বাচনের আগেই মুখ থুবড়ে পড়ল বিজেপি। যা নিঃসন্দেহে বড় ধাক্কা মোদী-শাহের কাছে। তবে কর্নাটকে বিপুল ভোটে কংগ্রেসের জয়ে উচ্ছ্বসিত বাংলার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।
এমনকি উচ্ছ্বসিত বাংলার কংগ্রেস নেতা-কর্মীরা। ইতিমধ্যে মৌলালিতে কংগ্রেসের সদর দফতরের সামনে আবির খেলায় মেতে উঠেছেন কর্মীরা। এমনকি ভবানীপুর যা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। সেখানেই আবির খেলায় মেতে উঠেছেন কর্মীরা। কার্যত বাংলার অন্যান্য জেলাতেও ছবিটা। আর তা দেখে অধীর বলছেন, তৃণমূল কংগ্রেস গ্রামীণ দলে পরিণত হয়ে যাবে। কর্ণাটকে কংগ্রেসের জয় স্পষ্ট হতেই সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ সভাপতি।

আর সেখান থেকে একযোগে মোদী-মমতাকে আক্রমণ করেন তিনি। অধীর বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করেন মোদী। কিন্তু সেই দুর্নীতি ইস্যুতে কর্নাটকের মানুষ বিজেপিকে সে রাজ্য থেকেই বার করে দিলেন। আর এটাই প্রমাণ করে যে ক্ষমতা কখনও ক্ষমতাবান ঠিক করে না। মানুষই শেষ কথা বলে দাবি প্রদেশ সভাপতির। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানান তিনি।
বলেন, জাতীয় কংগ্রেসই একমাত্র বিকল্প তা ফের একবার প্রমাণ হল। শুধু তাই নয়, আগামিদিনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উঠে যাবে। জাতীয় দলের তকমা হারিয়েছে। গ্রামীণ দল হয়ে দাঁড়াবে। এমনকি তৃণমূল বাষ্পীভূত হয়ে যাবে বলেও কটাক্ষ অধীর চৌধুরীর। তাঁর কথায়, কংগ্রেস নয় বিজেপি, মাঝে কিছু করে লাভ নেই। বিজেপিকে কংগ্রেসই একমাত্র রুখতে পারে বলেও মন্তব্য প্রদেশ সভাপতির।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর আরও বলেন, ধর্ম নিরপেক্ষতার একমাত্র প্রতীক কংগ্রেসই। ভারতকে ঐক্যবদ্ধ করতে এবং এবং শ্রমিক-কৃষকদের স্বার্থের বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই আওতাজ তুলতে পারে। আর তাই এদিক ওদিক না গিয়ে বাংলার সব মানুষকে কংগ্রেসে চলে আসার ডাক অধীর চৌধুরীর। বিজেপিকে হাতে একমাত্র অপরিহার্জ বলেও দাবি তাঁর। যদিও এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ তৃণমূলের।
কুণাল ঘোষের মতে, অধীরের নেতৃত্বে বাংলায় কংগ্রেসের এই হাল। এমনকি হাস্যকর এবং অপরিণত মন্তব্য বলেও কটাক্ষ তাঁর। বলেন, গতবার নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মিলিয়েও কিছু করতে পারেনি কংগ্রেস। শূন্য পেয়েই খুশি থাকতে হয়েছে। ওদের মুখে এই সমস্ত কথা শোভা পায় না বলেও কটাক্ষ তৃণমূল মুখপাত্রের। পাশাপাশি বাংলায় বিজেপির দালাল বলেও কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
English summary
adhir ranjan chowdhury reaction on Karnataka Election Result 2023