ঔপনিবেশিক আমলের ‘সেকেলে’ বিধি সরিয়ে কারা আইনে আসছে বড় পরিবর্তন! কেন্দ্র কোনপথে

Advertisement

কারাগার সংক্রান্ত এক বড়সড় আইন পরিবর্তন আনল কেন্দ্র। ঔপনিবেশিক শাসনকালের পুরনো আইন পাল্টে এবার ‘প্রিজন অ্যাক্ট ২০২৩’ কে চূড়ান্ত রূপ দিচ্ছে কেন্দ্র। বন্দিদের বন্দিদের সংস্কার ও পুনর্বাসনের ওপর জোর দিয়ে এই নয়া আইন আনা হয়েছে। শুক্রবারই এই আইন সম্পর্কে তথ্য জানিয়েছে কেন্দ্র।

নতুন আইন অনুযায়ী, বন্দিদের নিরাপত্তা ও কারাগারের পৃথকীকরণ, মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা ওয়ার্ড এবং অন্যান্য বিধানের মধ্যে জেল কর্মীদের ঘিরেও রয়েছে বিধান। উল্লেখ্য, সদ্য তিহাড় জেলের ভিতর এক গ্যাংস্টারের মৃত্যু ও তাকে ঘিরে হিংসার ঘটনার পর এই পদক্ষেপ আসে। উল্লেখ্য, তিহাড়ের হিংসার ঘটনার পরই কেন্দ্র নড়েচড়ে বসেছে। দেশের সবচেয়ে বড় কারাগার তিহাড় জেলের মধ্যে বন্দিদের মারধর, হিংসা এবং গ্যাং সংঘাত ঘিরে তদন্তে নামছে এনআইএ। জানা যাচ্ছে, জেলের মধ্যে থেকে একের পর এক গ্যাংস্টার নিজের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। আর এনআইএর তদন্ত তা ঘিরেই। উল্লেখ্য, গত ২ মে তিহাড়ে জেলের নিরাপত্তায় থাকা সকলের সামনে তিলু তাজপুরিয়া নামে এক গ্যাংস্টারকে খুন করা হয়। জানা যায় তিলুর বিপক্ষ শিবির এই ঘটনায় জড়িত। 

( শাহরুখ পুত্র আরিয়ানকে মাদকাণ্ডে পাকড়াওকারী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা সিবিআইয়ের)

( ‘২৪ লোকসভার আগে কর্ণাটক ভোট কি খেলা ঘোরানোর পিচ? কী বলছে সমীকরণ, কী বলছে ট্রেন্ড)

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে, প্রিজন অ্যাক্ট-এ বেশ খানিকটা ফাঁক ফোঁকড় রয়েছে। যে আইন দ্বারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কারাগারের নিয়ম পালিত হয়। কেন্দ্র জানাচ্ছে, বেশ কয়েকটি রাজ্যে নতুন প্রিজন অ্যাক্ট এসেছে। ফলে, বন্দিদের সংস্কারকে ফোকাসে রেখে আধুনিক প্রয়োজনকে মাথায় রেখে নয়া প্রিজন অ্যাক্ট আসতে চলেছে। জানা গিয়েছে, এই নয়া কারা আইন ঘিরে সিদ্ধান্তের আলোচনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে যে পর্যালোচনাধর্মী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে কেন্দ্র জানিয়েছে, ‘সমসাময়িক আধুনিক সময়ের চাহিদা এবং সংশোধনমূলক মতাদর্শের সাথে সামঞ্জস্য রেখে ঔপনিবেশিক যুগের সেকেলে জেল আইন পর্যালোচনা ও সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল’। উল্লেখ্য, কারা বিভাগ যেহেতু একটি রাজ্যের অধীনে, তাই এই নয়া আইন সম্পর্কিত তথ্য রাজ্যগুলিকে পাঠানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, বর্তমানে যে প্রিজন অ্যাক্ট রয়েছে তা ১৩০ বছরের পুরনো।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।