আসবে অভিষেকের নবজোয়ার, পথে পতাকা লাগানোর তদারকি করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন TMC নেতা

Advertisement

শনিবার বর্ধমানের মেমারিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রাস্তার ধারে দলীয় পতাকা লাগানোর তদারকি করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতা। মৃতের নাম শুভেন্দু গুহ (৫৫)। স্কুটি করে বাড়ি ফিরছিলেন শুভেন্দু সে সময় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, শনিবার অভিষেকের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তার ধারে পতাকা লাগানোর তদারকি করছিলেন শুভেন্দু। পাতাকা লাগিয়ে বাড়ি ফেরার পথে রাত এগারোটা নাগাদ একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। মেমারির জামালপুর রোডের কাছে পারিজাত নগরে এই দুর্ঘটনা হয়। গুরুতর জখন হন তৃণমূল নেতা। মেমারি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃতত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়িটি ও গাড়ির চালকে আটক করেছে।

(পড়তে পারেন। হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বিচারাধীন বন্দির দেহ, ২ ওয়ার্ডেনকে শোকজ)

ঘটনার পর শোকের ছায়া নেমে আসে তৃণমূল কর্মীদের মধ্যে। মেরারি পুরসভার চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন,’রাতে মিটিং করার পর শুভেন্দু পারিজাত নগরের গেট ও পতাকা ঠিক মতো লাগানো হয়েছে কি না তা দেখতে যান। সে সময় একটি চারচাকা গাড়ি তাঁর স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

পুলিশ গাড়ি ও গাড়ির চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

(পড়তে পারেন। শুক্রেই ‘শনি’র দশা! একদিনে পর পর পাঁচ মামলায় ধাক্কা রাজ্যের)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।