আগামী মাসে মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় দ্বিপাক্ষিক বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। কিন্তু সেই বিষয়ে পাত্তাই দিল না ওয়াশিংটন। বরং একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হল যে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মরিয়া আমেরিকা। আর এমন বিষয় নিয়ে আলোচনা আছে, যাতে দু’পক্ষের স্বার্থ জড়িত আছে। সুরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন বিদেশ মন্ত্রকের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলের সাংবাদিক বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে প্রশ্ন ধেয়ে আসে। এক সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচনী প্রচারে বাইডেন আশ্বাস দিয়েছিলেন যে ভারতের সঙ্গে আলোচনায় কাশ্মীর ইস্যু উত্থাপন করা হবে। সেটা কি করা হবে? সেইসঙ্গে ‘মুসলিম-সহ সংখ্যালঘু সম্প্রদায় এবং সাংবাদিকদের সঙ্গে ভারতে যেরকমভাবে ব্যবহার করা হচ্ছে’, তা উত্থাপন করা হবে কিনা, তা জানতে চান ওই সাংবাদিক।
ওই প্রশ্নের জবাবে মার্কিন বিদেশ মন্ত্রকের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সরকারের সদস্যদের আপ্যায়ন করতে মুখিয়ে আছি আমরা। কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা নিয়ে এখনই কিছু বলতে চাই না আমি। ভারতের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই সম্পর্ক আরও মজবুত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ করতে মুখিয়ে আছি আমরা।’
সরাসরি না হলেও ওয়াশিংটনের প্রতিনিধি বুঝিয়ে দেন যে আপাতত ভারতকে চটানোর কোনও পরিকল্পনা নেই। মার্কিন বিদেশ মন্ত্রকের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত বলেন, ‘মোদীর সফরের সময় একাধিক বিষয় নিয়ে আলোচনার সুবর্ণ সুযোগ আছে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, বাণিজ্য, সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মতো দু’পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাবে।’
আরও পড়ুন: কঠিন সময়েও নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস আছে ভারতের বার্তা, PM Modi-র
সেই সাংবাদিক বৈঠকের আগে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সফরের সময় মোদীকে আপ্যায়ন করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। আগামী ২২ জুন দুই রাষ্ট্রনেতার বিশেষ নৈশভোজও হবে।
আরও পড়ুন: Mann Ki Baat 100th Episode: ‘নিছক একটা শো নয়, মন কি বাত আমার কাছে আধ্যাত্মিক যাত্রা’, শততম পর্বে বললেন মোদী
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)