Canning: মাংসে হাড় বেশি, অভিযোগ তুলে মাংসবিক্রেতাকে কাটারি নিয়ে আক্রমণ ক্রেতাদের

Advertisement

মাংসে হাড় বেশি থাকার অভিযোগ তুলে মাংসবিক্রেতা ও তাঁর ২ ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা উঠল ক্রেতাদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের হাটপুকুরিয়া অঞ্চলে। ঘটনায় চার জনের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পালটা মাংসবিক্রেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন অভিযুক্তরা।

আক্রান্ত ইয়ামিন মোল্লা ও তাঁর ২ ভাই বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে শয্যায় শুয়ে ইয়ামিন বলেন, ‘আমি মাংস নিয়ে এলাকায় বিক্রি করতে বেরিয়েছিলাম। আমার কাছ থেকে মাংস কেনে ইউনুস, নারাং আলি, আবুজুদ্দিন, গিয়াসুদ্দিনরা। এর পর মাংসে হাড় বেশি বলে অভিযোগ করতে থাকে তারা। এর পর লাঠি, রড, দা নিয়ে আমার ওপর হামলা চালায় তারা। আমি ফোন করে আমার ভাইদের খবর দিই। তারা আমাক উদ্ধার করতে এলে তাদের ওপরে হামলা হয়।

অভিযুক্তদের পালটা দাবি, খারাপ মাংস দেওয়ার প্রতিবাদ করায় তাদের ওপরে হামলা চালিয়েছেন ইয়াসিন ও তাঁর ২ ভাই রহিম মোল্লা ও আমির আলি মোল্লা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওদিকে সামান্য ঘটনা নিয়ে রক্তারক্তিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।