Calcutta High Court: হাসপাতালে মশার কামড়ে মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, বলল কলকাতা হাইকোর্ট

Advertisement

হাসপাতালে মশার কামড়ে মৃত্যুকে কখন ‘দুর্ঘটনা’ বলা যেতে পারে না। তাই এই মৃত্যুর জন্য দুর্ঘটনাজনিত বিমার অর্থও দাবি করা যেতে পারে না। বুধবার এক মামলার প্রেক্ষিতে এই রায় দিল কলকাতা হাইকোর্ট।

এক মহিলার ছেলের ডেঙ্গিতে মৃত্যু হয় হাসপাতালে। হাসপাতালে ভর্তির পর তাঁর ডেঙ্গি হয়। ছেলে মারা যাবার পর বিমা সংস্থার কাছে দুর্ঘটনাজনিত বিমার অর্থ দাবি করেন মা। কিন্তু এই মৃত্যু দুর্ঘটনা নয় বলে বিমার অর্থের দাবি খারিজ করে বিমা সংস্থা। এর পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে আবেদন জানান চিত্রা মুখার্জি। যাঁর ছেলে চয়ন একজন সেনা কর্মী। কিডনির সমস্যা ও হাঁটু অস্ত্রোপচারের জন্য ২০২১ সালের ডিসেম্বর মাসে আলিপুরের কমান্ড হাসপাতালে চয়নকে ভর্তি করা হয়। ভর্তি করার সময় তাঁর দু’টি কিডনির অবস্থা প্রায় শেষ পর্যায়ে ছিল।

(পড়তে পারেন। অবসরের পরেও আসতেন শরাফ হাউসে, আগুন লাগার একদিন পরে উদ্ধার হল দেহ, কে তিনি?)

(পড়তে পারেন। গা ছমছমে বনবাংলো। বাইরে টুপটাপ বৃষ্টি। অন্ধকারে বিশেষ কিছু দেখা যায় না। এমন সময় বাংলোর বাইরে হালুম শব্দ! উত্তরবঙ্গে হবে ব্যাঘ্র পর্যটন, বাঘমামাকে নিয়ে বড় বৈঠকে বনদফতর)

হাসপাতালে ভর্তির আটদিন পর তাঁর ডেঙ্গি ধরা পড়ে। মারা যাবার পর তাঁর ডেথ সার্টিফিকেটে লেখা হয় ডেঙ্গি এবং কিডনির সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এর পর চিত্রা মুখার্জি বিমা সংস্থার কাছে দুর্ঘটনাজনিত বিমার অর্থ দাবি করেন। কিন্তু ২০২২-এর সেপ্টেম্বরে বিমা সংস্থা সেই দাবি খারিজ করে। বিমা সংস্থার যুক্তি ছিল তাঁর ছেলের মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়নি।

বিচারপতি ভট্টাচার্য বলেন, বিমা সংস্থার দাবি ‘অযৌক্তিক’ নয়। তিনি বলেন, মশার কামড়ে কোনও রোগে মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় না।

(পড়তে পারেন। KMC-র সব স্বাস্থ্যকেন্দ্রে থ্যালাসেমিয়া টেস্ট, মুচলেখা নিয়ে চিকিৎসকদের পাঠানো হচ্ছে প্রশিক্ষণে)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।