মুম্বই: দ্য কপিল শর্মা শো-তে কত কিছুই না হয়। তবে এবার যা হল তা একেবারেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কপিল শর্মার অনবদ্য কমেডির জেরে কুপোকাত আট থেকে আশি। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের মনেও আলাদা করে জায়গা করে নিয়েছেন কপিল। সম্প্রতি কপিলের শো-তে অতিথি হয়ে এসেছিলেন রবিনা ট্যান্ডন, লেখিকা সুধা মূর্তি, ও অস্কারজয়ী প্রযোজক গুনিত মোঙ্গা। সেখানেই কাজের জীবন নিয়ে কথা বলছিলেন অতিথিরা।
রবিনা ট্যান্ডন পুরনো ছবি ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে স্মৃতিচারণ করেন। সেখানে নানা কথার মাঝে নায়িকা বলেন, ‘কেন যে ওই ছবিটায় অমন কোঁকড়ানো চুল করেছিলাম কে জানে। পুরনো ছবিগুলো দেখলেই আমার এটা মনে হয়।’ এর পরেই কপিল বলেন, ‘সবারই পুরনো ছবি দেখলে এমনই মনে হয়, কেন এরকম করেছিলাম।’ এর প্রত্যুত্তরে রবিনা ফের কপিলকে বলেন, ‘তোমার তো এখনকার ছবি দেখলেও হয়তো এমন মনে হয়।’
আরও পড়ুন: মদ্যপ কপিলের মোদিকে ট্যুইট, কুকীর্তির পর শো’তে আমন্ত্রণ! চমকে দেওয়া জবাব প্রধানমন্ত্রীর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kapil Sharma, Raveena Tandon, The Kapil Sharma Show