শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল-এ প্রাথমিক খারাপ সময় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে মু্ম্বই ইন্ডিয়ান্স দল। এই মুহূর্তে প্লে অফের লড়াইতেও রয়েছে তারা। তবে মুম্বইয়ের জন্য মাথাব্যথার কারণ তাদের অধিনায়ক রোহিত শর্মার খারাপ ফর্ম। ব্যাট হাতে চলতি মরশুমে একেবারেই ফর্মে নেই শর্মাজি। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে কীভাবে রানটা করবেন সেটাই যেন ভুলে গিয়েছেন। পাশাপাশি সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ফাইনালের আগে তাঁর ব্যাটে রান না থাকাটা চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। রোহিতের ব্যাটে কবে রান আসতে পারে সেই নিয়ে আলোচনা করতে গিয়েই কার্যত ‘চমকপ্রদ’ দাবি করে বসলেন সুনীল গাভাসকর এবং ইশান কিষাণ।
আরও পড়ুন… কেন সাফল্য পাচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটলস? উত্তর দিলেন পন্টিং-এর সহকারী শেন ওয়াটসন
চলতি আইপিএলের ৫৪ তম ম্যাচে মু্ম্বই ইন্ডিয়ান্স ছয় উইকেটে হারিয়ে দিয়েছে আরসিবিকে। ২১ বল বাকি থাকতে ২০০ রান তাড়া করে এই জয় নিঃসন্দেহে এক অনবদ্য ছিল। তবে দল জিতলেও ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা। মাত্র সাত রান করে আউট হয়ে যান ভারত অধিনায়ক। ম্যাচে মু্ম্বইয়ের হয়ে অনবদ্য ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। মাত্র ৩৫ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ২১ বলে ৪২ রান করেন ইশান কিষাণ। এ দিন আরসিবির হয়ে দুটি দুরন্ত অর্ধশতরান করেন তাদের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি (৬৫) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৬৮)। তবে তারা আউট হয়ে যাওয়ার পরে আর সে ভাবে রান করতে পারেননি কোন আরসিবি ব্যাটার। ফলে দিনের শেষে ১৫-২০ রান কম করেন তারা। আর সেখানেই ম্যাচে হয়ে যায় ফারাক।
আরও পড়ুন… IPL 2023: নীতীশ রানার নেতৃত্বের প্রেমে পড়েছেন শাহরুখ খান! RR ম্যাচের আগে এল KKR মালিকের বিশেষ বার্তা
এই জয়ের দিনেও রোহিতের ব্যাটে রান না থাকাটা চিন্তার মুম্বইয়ের জন্য। এখন পর্যন্ত রোহিত ১১ ম্যাচ খেলে করেছেন ১৯১ রান। করেছেন একটি অর্ধশতরান। স্টার স্পোর্টসে ম্যাচ শেষে হরভজন সিং, ইশান কিষাণকে, রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন করেন। যার উত্তরে ইশান বলেন, ‘অনুশীলন চলাকালীন রোহিত ভাই ওঁর ব্যাটিং করার পদ্ধতির উপর মনোনিবেশ করছে। আমি এটা উপলব্ধি করতে পারি ক্রিকেট এমন একটা খেলা যেখানে বড় বড় ক্রিকেটাররাও অনেক সময় বড় রান করতে পারেন না। সাময়িক সময়ের জন্য ফর্ম হারাতে পারেন। তবে আমি মনে করি যদি আমরা প্লে অফে কোয়ালিফাই করি সেখানে চিত্রটা বদলে যাবে। রোহিত ভাই ওঁর রানগুলো সব প্লে অফ পর্যায়ের জন্য বাঁচিয়ে রেখেছে বলে আমার মনে হয়।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই কথোপকথন চলাকালীন পাশেই দাঁড়িয়েছিলেন সুনীল গাভাসকর । তিনি যোগ করে বলেন, ‘আমার মনে হয় এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও রোহিত ওঁর রানগুলো বাঁচিয়ে রেখেছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup