দু-মাস পরেই ৪০-এ পা দেবেন গওহর খান। জন্মদিনের আগে জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন অভিনেত্রী। নায়িকার কোল আলো করে এসেছে ফুটফুটে সন্তান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন গওহর খান ও তাঁর স্বামী জায়েদ দরবার। জুটি জানিয়েছেন গতকাল অর্থাৎ বুধবারই পৃথিবীর আলো দেখেছে তাঁদের পুত্র সন্তান। হ্যাঁ, ছেলের মা হয়েছেন বিগ বস সিজন ৭-এর বিজয়ী।
এদিন সোশ্যাল মিডিয়ায় গওহর লেখেন, ‘আসসালাম ওয়ালাইকুম এই সুন্দর পৃথিবী, জানাচ্ছি আমাদের অফুরন্ত খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ই মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। আমাদের পুত্র সন্তান আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে এত ভালোবাসার জন্য। ইতি- কৃতজ্ঞ এবং খিলখিলিয়ে হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর’।
গত ডিসেম্বরে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। সপ্তাহ খানেক আগেই ধুমধাম করে সাধে অনুষ্ঠান সেলিব্রেট করেছিলেন এই তারকা দম্পতি। নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, অনুষ্কা শর্মা-সহ একঝাঁক সেলেব।
গত ডিসেম্বরে দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে গওহর মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘অ্যাডভেঞ্চার জারি থাকবে…আমরা দুই থেকে তিন হচ্ছি’।
করোনাকালে শুরু জুটির প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন ইসমাইল দরবারের পুত্র। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন তাঁরা। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার নতুন ইনিংস শুরু হচ্ছে এই দম্পতির।
ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও কমচর্চা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তীতে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে গওহরের মাখামাখো প্রেমও কারুর অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেইসব সম্পর্ক। শেষমেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেন গওহর খান।