রামনবমীতে রিষড়া, ডালখোলা, শিবপুরে অশান্তি, ৬ টি FIR দায়ের NIA-র | রামনবমীর অশান্তির ঘটনায় ৬টি এফআইআর দায়ের এনআইএ-র

Advertisement

রামনবমীর অশান্তির ঘটনার তদন্তে নেমেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। রিষড়া, শিবপুর এবং ডালখোলার ঘটনার ৬টি এফআইআর দায়ের করল এনআইএ। আজই অর্থাৎ বৃহস্পতিবারই সেই এফআইএরের সব নথি জমা পড়বে এনআইএ আদালতে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে এফআইআর জমা নিয়ে ঘটনার সব নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনায় ধৃতদেরও হেফাজতে চাইবে এনএইএ। কয়েকদিন আগে এই অশান্তির ঘটনার তদন্ত এনআইএ-র হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।