মুম্বই: তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিক অনুমান করেছেন, তিনি উরফি জাভেদ ছাড়া আর কেউ নন। বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে তার সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ সম্প্রতি উরফিকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল৷ ফ্যাশনিস্তাকে দেখেই ঘিরে ধরেছিল ভক্তরা৷ সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে উরফিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখেই ভক্তরা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেছেন৷ তবে রাতারাতি দর বাড়িয়ে নিলেন ফ্যাশনিস্তা৷ সেলফিতে পোজ দেওয়ার আগে সাফ বলে ওঠেন ‘পয়সা নিকালো’৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ দেখে নিন ভিডিওটি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TV Actress, Urfi javed, Viral Video