রাতারাতি দর বেড়ে গেল উরফির! ভক্তরা কাছে ঘেষতেই এ কী করলেন ফ্যাশনিস্তা, ভাইরাল হল ভিডিও|urfi javed gets mobbed by fans for selfies tells them paise nikalo video viral – News18 Bangla

Advertisement

মুম্বই: তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিক অনুমান করেছেন, তিনি উরফি জাভেদ ছাড়া আর কেউ নন। বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে তার সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ সম্প্রতি উরফিকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল৷ ফ্যাশনিস্তাকে দেখেই ঘিরে ধরেছিল ভক্তরা৷ সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে উরফিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখেই ভক্তরা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেছেন৷ তবে রাতারাতি দর বাড়িয়ে নিলেন ফ্যাশনিস্তা৷ সেলফিতে পোজ দেওয়ার আগে সাফ বলে ওঠেন ‘পয়সা নিকালো’৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ দেখে নিন ভিডিওটি৷

Published by:Riya Das

First published:

Tags: TV Actress, Urfi javed, Viral Video

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।