West Bengal
oi-Kousik Sinha

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা নির্দেশ পুনর্বিবেচনার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেন।
আর সেই মামলাতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। শুধু তাই নয়, অব্যাহতিও এই মামলা থেকে চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। সেই মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। বক্তব্য না শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ যাতে কার্যকর না করা হয় সেই আবেদন জানিয়েছেন অভিষেক।
নিয়োগ দুর্নীতি মামলাতে কুন্তল ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলা হেফাজতে থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে বলে মারাত্মক অভিযোগ করেন কুন্তল। আর তা জানিয়ে একটি চিঠি নিম্ন আদালতকে দেন তিনি। এমনকি থানাতেও অভিযোগ দায়ের হয়।
সেই মামলা শুনানি হয় বিচারপতি অভিজত গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ‘ যদিও সেই মামলা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায়। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অন্য বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সেই মতো বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে এই মামলার শুনানি চলছে। সেই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। কুন্তল ঘোষের চিঠি মামলায় পার্টি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামীকাল অর্থাৎ ১২ মে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। আর তার আগেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে এই মামলা থেকে অভিষেক অব্যাহতি পান কিনা সেদিকেই নজর সবার।
English summary
Abhishek Banerjee appeals in High Court, before justice Amrita Sinha, wants relief from case