Srijit Mukherji: শ্রীজাতর কলমে রবীন্দ্র সংগীত! ইন্টারনেটের অবাক কাণ্ড দেখে হতবাক সৃজিত

Advertisement

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ বিভিন্ন জায়গায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রবি ঠাকুরের গানে, আবৃত্তি, নাটকে জমে উঠবে অনুষ্ঠান। ইতিমধ্যেই অনেক জায়গায় প্রভাত ফেরি বা সকালের অনুষ্ঠান হয়ে গিয়েছে। তবে এই অনুষ্ঠান ছাড়াও অনেকেই এই বিশেষ দিন উদযাপন করেন রবি ঠাকুরের গান শুনে, তাঁর কবিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। কখনও কখনও সেটা এমন গান, কবিতা দেখা যায় যা কস্মিনকালেও রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি। এই মধ্যে বলা যায় ‘ভালো আছি ভালো থেকো’ গানটির কথা। বহু মানুষ এটিকে রবীন্দ্র সংগীত ভেবে ভুল করেন। কিন্তু তাই বলে এক যে ছিল রাজার সমারোহে এসো হে পরমতর গানটিকে রবীন্দ্র সংগীত বলে শেয়ার করবে!

এমন কাণ্ড আর কেউ নন, স্বয়ং এই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) খুঁজে পেয়েছে। তিনি কোনও এক সাইটে এই মণিমুক্ত খচিত রবি বন্দনা দেখে এতটাই আপ্লুত হয়ে যান যে সেটাকে এমন দিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে পারেন না!

সৃজিত যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বড় বড় করে সমারোহে এসো হে পরমতর কথাটি লেখা আছে। তার নিচে লেখা ‘ধরন: রবীন্দ্র সংগীত, গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর, সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর, গেয়েছেন ঈশান মিত্র এবং শ্রেয়া ঘোষাল। অ্যালবাম: এক যে ছিল রাজা।’ এরপর গানটির লিরিক্স লেখা।


সৃজিত এই ছবি শেয়ার করে লেখেন, ‘ইন্টারনেটে পাওয়া মণিমুক্ত। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এটার জন্য অতিরিক্ত টাকা চাইছেন। ইন্দ্রদীপ দাশগুপ্ত পার্টি দিচ্ছেন।’

পরিচালকের এই পোস্টে হাসির ধুম পড়তে দেখা যায়। শ্রীজাত নিজে এই পোস্টে কমেন্ট করেন। লেখেন, ‘তুমি তো কদর করলে না, মহাকাল করল।’ সৃজিত তাতে তাঁকে একটি পরামর্শ দেন। বলেন, ‘এবার একটা দাড়ি রাখার উপর নজর দাও। সঙ্গে উইগ।’ ইন্দ্রদীপ মশকরা করে লেখেন, ‘গান রচনার জায়গা জোড়াসাঁকো।’

এই গানটি আসলে লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। হয় বহু শেয়ার।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।